×

আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাডুবিতে মৃত্যু ৪৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২১, ০৩:৪৯ পিএম

ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাডুবিতে মৃত্যু ৪৩

ফাইল ছবি।

ভূমধ্যসাগরে লিবিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে ৪৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ১০ জনকে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) এ ঘটনা ঘটে বলে বুধবার (২০ জানুয়ারি) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম ও জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

ইউএনএইচসিআর জানায়, অভিবাসীবাহী নৌকাডুবির এই ঘটনা এ বছর এটিই প্রথম। মঙ্গলবার সকালে লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জাওইয়া শহর থেকে অভিবাসীদের নিয়ে নৌকাটি যাত্রা শুরু করলে কয়েক ঘণ্টা পর খারাপ আবহাওয়ার কবলে পড়েন তারা। পরে ইঞ্জিন অচল হয়ে পড়লে নৌকাটি আর নিয়ন্ত্রণ রাখতে না পারলে পরে ডুবে যায়।

এ ঘটনায় মারা যাওয়া ব্যক্তিরা সবাই পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। যাঁরা জীবিত উদ্ধার হয়েছেন, তাঁরা মূলত আইভরি কোস্ট, নাইজেরিয়া, ঘানা ও গাম্বিয়ার বাসিন্দা।

উল্লেখ্য, মধ্য ভূমধ্যসাগর পাড়ি দিয়ে বিভিন্ন দেশে অভিবাসী হয়ে আশ্রয় নেওয়ার চেষ্টাকালে গত বছর কয়েক’শ মানুষ মারা যান। বিভিন্ন দেশে অভিবাসীদের পাড়ি জমাতে ব্যবহৃত অবৈধ পথের ওপর নজরদারি তেমন নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App