×

জাতীয়

ভারতের ভ্যাকসিন উপহার গ্রহণ করলো বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২১, ০১:৫৭ পিএম

ভারতের ভ্যাকসিন উপহার গ্রহণ করলো বাংলাদেশ

ভারতীয় হাইকমিশনারের কাছ থেকে ভ্যাকসিন গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী

ভারতের ভ্যাকসিন উপহার গ্রহণ করলো বাংলাদেশ

বিক্রম দোরাইস্বামীর কাছ থেকে ভ্যাকসিন গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী।

ভারতীয় জনগণের পক্ষ থেকে পাঠানো ২০ লাখ ভ্যাকসিন গ্রহণ করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাই স্বামীর কাছ থেকে গ্রহণ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বেলা ১টা ৩৭ মিনিটে আনুষ্ঠানিকভাবে এ ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় অনুভূতি ব্যক্ত করতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারত সরকার প্রমাণ করেছে তারা বাংলাদেশের প্রকৃত বন্ধু। ভারত আমাদের যেমন মুক্তিযুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছে ঠিক তেমনিভাবে এই করোনা যুদ্ধেও ২০ লাখ ভ্যাকসিন দিয়ে সহায়তা করেছে। আমরা ভারতবাসীকে ধন্যবাদ জানাচ্ছি।

প্রসঙ্গত, প্রথম দফায় ২০ থেকে ২৫ জনের ওপর পরীক্ষামূলক প্রয়োগের পর, ৮ ফেব্রুয়ারি সারাদেশের জেলা উপজেলায় করোনা টিকা প্রয়োগ শুরু হবে। প্রথম মাসেই দেয়া হবে ৬০ লাখ ডোজ। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ফেব্রুয়ারি মাসে ৬০ লাখ মানুষ পাবেন করোনার টিকা। যা সারা দেশে একযোগে দেয়া হবে সরকারি হাসপাতালগুলোয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App