×

সাময়িকী

কাজলে থেকো, অশ্রুতে নয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২১, ১০:০৬ পিএম

চোখের কাজলে থেকো, অশ্রুতে নয় কালিতেও নয়, আলোতে থেকো জীবন হয়ে জীবনভর কপালের টিপ হয়ে থেকো, টিকা-টিপ্পনিতে নয় চন্দনে বন্দনা জাগে, ললাট দোষে কাঁদে দুঃখী হৃদয়। মন-প্রাঙ্গণে মোর ফুল হয়ে ফোটো প্রার্থনার প্রাতে পরানে প্রদীপ হয়ে জ্বলো রোজ সাঁঝে... তুলসী-তলাতে। কাঁকন হয়ে থেকো কালাইয়ে, হাতকড়ি হয়ে নয় আঁচল হয়ে থেকো আব্রুতে, আদর্শে সব সময়। প্রতিচ্ছবি হয়ে থেকো আরশিতে, প্রতিদ্বন্দ্বী হয়ে নয় প্রজাপতি-রূপেই মানায় ভালো, পতঙ্গের সমন্বয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App