×

সারাদেশ

আমরা ৫২’র পুলিশ হতে চাই না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২১, ০৯:৪০ পিএম

আমরা ৫২’র পুলিশ হতে চাই না

ছবি: অতুল পাল

আমরা ৫২’র পুলিশ হতে চাই না

ছবি: অতুল পাল

পটুয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার বলেছেন, আমরা ১৯৫২ সালে মায়ের ভাষার জন্য আন্দোলন করা ভাইদের বুকে গুলি ছোঁড়া পুলিশ হতে চাই না। আমরা ১৯৭১ সালে হানাদার বাহিনীর বুকে গুলি ছোঁড়া পুলিশ হতে চাই।

১৯৭২ সালে বঙ্গবন্ধু রাজারবাগ পুলিশ লাইনে বলেছিলেন, তোমরা জনবান্ধব পুলিশ হও। সেবা নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাও। বর্তমান পুলিশ বঙ্গবন্ধুর সেই অমোঘ বাণীকে সামনে রেখেই সেবা নিয়ে মানুষের দুয়ারে হাজির হচ্ছে। পুলিশ সুপার আরো বলেন, আমরা উন্নত দেশের দিকে ধাবিত হচ্ছি। এজন্য আমাদের উন্নত জাতি হওয়া দরকার।

আমাদের মানসিকতার পরিবর্তন ঘটিয়ে অপরাধমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। একাজে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করুন এবং সেবা নিন। মনে রাখতে হবে, যে দেশে আইন-শৃংখলা যত ভাল সেই দেশই তত উন্নত।

বৃহষ্পতিবার (২১ জানুয়ারি) বেলা ১১ টায় বাউফলের কালাইয়া বন্দরে স্থানীয় চেয়ারম্যান এস.এম. ফয়সাল আহমেদের সঞ্চলণায় বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত বিট পুলিশিং সভায় পটুয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহাফুজুর রহমান এ কথা বলেন।

অনুষ্ঠানে বাল্য বিয়ে, ইভটিজিং ও মাদকসহ আইন-শৃংখলার অন্যান্য বিষয় নিয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, কর্পূরকাঠী ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি ঘোষ, বাউফল উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বাউফল প্রেসক্লাবে সাবেক সভাপতি অতুল চন্দ্র পাল, কালাইয়া রব্বানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল হাই প্রমূখ। অনুষ্ঠানে ছাত্র, শিক্ষক, ব্যবসায়ি, জনপ্রতিনিধি এবং সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App