×

সাময়িকী

আচার্য সমীপে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২১, ০৯:৫৬ পিএম

আচার্য সমীপে
ওরে ও সুবল, দুর্বল খোলস ছেড়ে চল তো বেরিয়ে পড়ি দখিনা বাতাসে; ভূতপূর্ব বায়ুপ্রবাহে, সেই প্রবাসে চল যাই, মর্মদাহ যাচ্ছে শুধু বেড়ে। মর্মার্থ বুঝতে একদিন শ্বেতপাত্রে ঘনীভ‚ত হয়েছিল বহু কৃশদেহ- পত্র-পুষ্প ভরা সেই ডালে ছিল স্নেহ, সেই ঋণ কেহ খোঁজে নাই কৃষ্ণরাত্রে। ফলে অগ্নিবহনের দায় ভুলে গেছে- ভুলে গেছে সারথীকে ছিল যারা রথে, চলে গেছে সবে দক্ষিণের বায়ুপথে আর বাষ্পীভ‚ত হয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুমন্তদের অগ্রাহ্য করে চল ওরে উড়ে উড়ে বাতাসের গন্ধে ডানা ঘষে দূরত্বের শূন্যতা পোড়াই তীব্র রোষে আচার্য-সন্ধানে যাই ঘূর্ণ-বায়ু ধরে। ওই তো ওখানে ভাই সেই তপোবন, বনান্তে ছিলেন তিনি দীর্ঘ তপস্যায়- চল গিয়ে তাহারে বলি, ‘বৃক্ষ-ছায়ায় আজো ভাসে রৌদ্র-ঘ্রাণ, স্নেহের মতন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App