বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে হাসপাতাল থেকে বাসায় নেয়া হয়েছে। গত বুধবার (২০ জানুয়ারি) দুপুরের পরে তাকে এভার কেয়ার হাসপাতাল থেকে বাসায় নেয়া হয় বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকতা শায়রুল কবির খান।
গত ২৯ ডিসেম্বর গুলশানের বাসায় অসুস্থ হয়ে পড়লে মওদুদ আহমদকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। তিনি ওই হাসপাতালের প্রফেসর ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের অধীনে চিকিৎসা নেন।
জানা গেছে, গত ৭ জানুয়ারি মওদুদ আহমদের শরীরে পেসমেকার লাগানোর পর ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন। বাসায় নিলেও আপাতত তাকে রেস্টে থাকতে হবে বলে। তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো। গত ১৩ জানুয়ারি সিসিইউ থেকে কেবিনে নেয়া হয়েছিল মওদুদ আহমদকে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।