রাজধানীর মিরপুরে কয়েকটি এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) মিরপুর- ১১, পল্লবীতে সকাল থেকেই এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।
এসময় ওই এলাকার বাসীন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে উচ্ছেদ কর্তৃপক্ষের কথা কাটাকাটি ও সংঘর্ষ হয়।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম সকাল দশটার পর পরই উচ্ছেদ অভিযান পরিদর্শনের জন্য আসেন। এসময় তিনি বলেন, রাজধানীর উন্নয়নের স্বার্থে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। এব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারি করেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।