এবার নাচ ও গানের ‘ডিজে কালা’ শিরোনামের মিউজিক ভিডিও নিয়ে হাজির হলেন তিনি। এই গানে হিরো আলম ডুয়েট করেছেন রুমি খানের সঙ্গে। ‘মুকালা মুকাবেলা লায়লা’ গানের অনুকরনেই গেয়েছেন তার এই নতুন গান।
গানের ভিডিওতে হিরো আলমকে দেখা গেছে এক ঝাঁক ড্যান্সারের সঙ্গে ডিজে পার্টির আদলে নাচে-গানে তাল মেলাতে। এই গানের কিছু অংশে র্যাপও রয়েছে। গানটি নিয়ে নেটিজনদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ উৎসাহ দিচ্ছেন ইরো আলমকে আবার সমালোচনাও কম হচ্ছে না।
উল্লেখ্য, শুরু থেকেই সমালোচনা হলেও একের পর এক নাচ গান নিয়ে ভাইরাল হচ্ছেন হিরো আলম। গত বছরের ২৬ নভেম্বর হিরো আলম তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘বাবু খাইছো’ নামে নিজের কণ্ঠে প্রথম একটি গান রিলিজ করেন। এ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া আসলেই থেমে থামেনকি আলম। তিনি ধারাবাহিকভাবে গান করে যাচ্ছেন, এরই মধ্যে তার হিন্দি ও ইংরেজি লিরিক্সের গান মুক্তি পেয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।