×

সারাদেশ

হাতে বই দিয়ে ৪৯ শিশুকে মা-বাবার কাছে পাঠালেন আদালত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২১, ০২:২৮ পিএম

হাতে বই দিয়ে ৪৯ শিশুকে মা-বাবার কাছে পাঠালেন আদালত

জেলা ও দায়রা জজ আদালত, সুনামগঞ্জ / ফাইল ছবি

কারাগারে নয় বই হাতে শিশু অভিযুক্তকে সংশোধনের জন্য বাবা মায়ের কাছে ফেরত পাঠালেন সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক। সুনামগঞ্জে নানা অভিযোগে পৃথক ৩৫টি শিশু অপরাধ মামলার নিষ্পত্তি করেছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত।

বুধবার বেলা সাড়ে ১১ টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্র্যুনালের বিচারক মো. জাকির হোসেন ১০টি শর্তে ৩৫টি মামলার ৪৯ জন অভিযুক্ত শিশুকে বিভিন্ন মামলা থেকে মুক্তি দেন।

শিশুরা কারাগার বা সংশোধনাগারে নয় তাদের ১০টি শর্ত পালন করতে হবে। শর্ত পালনের বিষয়টি তত্ত্বাবধান করবেন জেলা প্রবেশন কর্মকর্তা।

আদালত সূত্র জানায়, এসব শিশুদেরকে পরিবারের অন্য সদস্যদের সাথে মামলায় জড়ানো হয়েছিল। যাদেও বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩ ধারার অভিযোগও আনা হয়েছিল। শিশুদেরও সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করেও আদালত ১০টি শর্ত দিয়ে তাদের মা বাবার জিম্মায় মুক্তি দেন।

শর্তগুলোর মধ্যে ১০০ মনীষীর জীবনী নামক গ্রন্থটি প্রবেশনাধীন সময়ে পাঠ করা, বাবা-মাসহ গুরুজনদেও আদেশ নির্দেশ মেনে চলা, বাবা মায়ের সেবা যত্ন করা, ধর্মীয় অনুশাসন মানা, নিয়মিত ধর্মগ্রন্থ পাঠ করা, ২০টি গাছ লাগানো ও পরিচর্যা করাসহ আরো কয়েকটি শর্ত পালন করতে হবে।

যেসকল শিশুকে সংশোধনের জন্য সুযোগ দেয়া হলো তাদেরকে পর্যবেক্ষনের দ্বায়িত্ব দেন সমাজসেবা দপ্তরের প্রবেশন কর্মকর্তাকে।

শিশুদের সংশোধনের সুযোগ দেয়ায় খুশি আইনজীবীরাও। সরকারী কৌশলী এ্যাডভোকেট নান্টু রায় জানালেন আদালতের এমন দৃষ্টান্তমুলক রায়ের ফলে শিশুরা তাদের সুন্দর জীবনযাপন করার সুযোগ পাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App