×

খেলা

সাকিব-হাসানের দাপটে ১২২ রানেই গুটিয়ে গেল ক্যারিবীয়রা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২১, ০৩:০০ পিএম

করোনা বিপর্যয়ের পর প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামল বাংলাদেশ। ব্যস্ত খেলোয়াড়দের খানিকটা বৃষ্টি ঘরে যেতে বাধ্য করলেও শুরুর দিনটা এখন পর্যন্ত বাংলাদেশের জন্য ভালই কাটছে। এক দিকে টসে জিতেছে বাংলাদেশ। অপর দিকে মাঠে ফিরেই দাপুটে সাকিব। বুধবার (২০ জানুয়ারি) বাংলাদেশের বোলারদের দাপটে ১২২ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দিনের শুরুটা যেন বাংলাদেশের পক্ষেই ছিল। টসে জিতে টাইগাররাই সিদ্ধান্ত নেন ফিল্ডিংয়ের। ৯ রানের মাথায়ই প্রথম উইকেটের মধ্য দিয়ে যেন বিপর্যয় শুরু হয় ওয়েস্ট ইন্ডিজের। প্রথমেই মুস্তাফিজুর রহমান তুলে নেন সুনীল আমব্রিসের উইকেট। এলবিডব্লিউ থেকে বাঁচতে রিভিউ আবেদন করলেও শেষ রক্ষা হয়নি ক্যারিবীয়দের। ৬ ওভার বল করে ২০ রান দিয়ে দুই উইকেট তুলে নেন মুস্তাফিজ। এদিকে প্রথম আন্তর্জাতিক ম্যাচেই ২৮ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নিয়ে নিজের সেরা শুরুটাই করেন হাসান মাহমুদ। ৬ ওভার বল করে একটি ওভারে কোনো রান দেননি তিনি। ক্যারিবীয়দের সামনে বল হাতে আরেক যাদুকর হয়ে যেন হাজির হলেন সাকিব আল হাসান। নিষিদ্ধে থাকার পর প্রথম আন্তর্জাতিক ম্যাচে ফিরেই চমক দেখালেন তিনি। মাত্র ৮ রানের বিনিময়ে তুলে নেন ৪ ‍উইকেট। ৭ ওভার ২ বলের ইনিংসে ২টি ওভারে কোনো রান দেননি তিনি।  তবে এখানেই শেষ নয়। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার দিনে মাইলফলকও ছুঁয়েছেন সাকিব। তিনি ঘরের মাঠে ১৫০তম উইকেট তুলে নিয়েছেন আন্দ্রে ম্যাকার্থিকে বোল্ড করে। বলে পিছিয়ে নেই মেহেদি হাসান মিরাজ। কাইল মায়ার্সের মতো ঘুরে দাঁড়ানোর ব্যাটসম্যানকেও মাঠের বাইরে যেতে বাধ্য করেছেনি তিনি। ৭ ওভার বল করে তুলে নেন ১ উইকেট। এক ওভারে কেনো রান দেননি তিনি। বোলিংয়ে ২৯ রান খরচা করেন তিনি। ব্যাটিং শেষ ১২২ রানের খাতায় সর্বোচ্চ ৪০ করেন কাইল মায়ার্স। মেহেদি হাসান মিরাজের বলে লিটন দাসের ক্যাচে বন্দি হন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ রভম্যান পাওয়েল করেন ২৮ রান। আন্তর্জাতিক অভিষেক হাসান মাহমুদের বলে মাঠ ছাড়েন  তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App