ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এমনকি বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বল হাতে শুরুটা বেশ দাপটেই করেছেন তিনি। ক্যারিবীয়দের বিপক্ষে ৬ ওভার বোলিং করে মাত্র ৫ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
তবে এখানেই শেষ নয়। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার দিনে মাইলফলকও ছুঁয়েছেন সাকিব। তিনি ঘরের মাঠে ১৫০তম উইকেট তুলে নিয়েছেন আন্দ্রে ম্যাকার্থিকে বোল্ড করে। এর পর জেসন মোহাম্মদ ও এনক্রুমাহ বোনারের উইকেট তুলে নেন সাকিব। ফলে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়িয়েছে ওভার ২৫ শেষে ৫ উইকেটে ৯৭ রান। ক্রিজে আছেন রোভম্যান পাওয়েল ২০ ও কাইল মেয়ার্স ২৮ রান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।