×

আন্তর্জাতিক

বাইডেনকে ট্রাম্পের চিঠি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২১, ০৮:৫৮ পিএম

বাইডেনকে ট্রাম্পের চিঠি

ডোনাল্ড ট্রাম্প

শত জল্পনার অবসান ঘটিয়ে হোয়াইট হাউজ ত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প আগেই জানিয়েছিলেন যে তিনি জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। তবে হোয়াইট হাউজের একজন মুখপাত্র জানিয়েছেন যে ট্রাম্প জো বাইডেনকে লেখা একটি চিঠি রেখে গেছেন। তবে তাৎক্ষনিক ভাবে চিঠির বিষয়ে তেমন কিছু জানা যায়নি। সুত্র: সিএনএন। নির্বাচনের ফলাফল কখনোই মেনে নেননি ডোনাল্ড ট্রাম্প। এমনকি হোয়াইট হাউজ থেকে বিদায় নেওয়ার সময় তিনি যে বক্তব্য দিয়েছেন তাতেও তিনি নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের নাম উল্লেখ করেন নি। উল্লেখ্য, রাষ্ট্রপতি পদ ছাড়ার পর আমেরিকার অন্যতম ঐতিহ্য হ'ল তাদের উত্তরসূরিদের শুভেচ্ছা ও পরামর্শ প্রদান করে একটি চিঠি লেখা। নতুন রাষ্ট্রপতি যখন প্রথম অফিসে প্রবেশ করেন তখন তাকে দিক নির্দেশনা ও শুভেচ্ছা জানিয়ে সাধারনত এই চিঠি লেখা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App