×

সারাদেশ

সাপাহারে ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে নির্মাণ কাজ চলছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২১, ০৩:৫৫ পিএম

সাপাহারে ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে নির্মাণ কাজ চলছে

চলছে নির্মাণ কাজ

চলতি বছরে নওগাঁ জেলার সাপাহার উপজেলায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫টি বহুতল ভবন নির্মাণের কাজ এগিয়ে চলেছে। এসবের দরপত্র মূল্য রয়েছে ৪৯ কোটি ০৩.৫৭ লাখ টাকা।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নওগাঁর সাপাহার শাখার উপ-সহকারী প্রকৌশলী আপেল মাহমুদ বলেন, “১০০ টি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ (১০০-ঞঝঈ) স্থাপন” শীর্ষক প্রকল্পের সাপাহার টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণে ১৪ কোটি ৫১.৭২ লাখ টাকা ব্যয়ে একটি ভবন নির্মাণের কাজ চলছে।  প্রকল্পের সাপাহার সরকারি কলেজে ৬ কোটি ২৫.৯৩ লাখ টাকা ব্যয়ে একটি বহুতল ভবন। “তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজসমূহের উন্নয়ন” শীর্ষক প্রকল্পের নতুন ৪-তলা দিঘিরহাট ডিগ্রী কলেজ ও তিলনা ডিগ্রী কলেজের দুইটি ভবন নির্মাণ। “নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন” শীর্ষক প্রকল্পের নতুন ৪-তলা সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়, ভিওইল উচ্চ বিদ্যালয়, চহেড়া আলাদিপুর উচ্চ বিদ্যালয়, মহজিদপাড়া উচ্চ বিদ্যালয় ভবন। সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ” শীর্ষক প্রকল্পের অর্থায়নে চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজ ও মিরাপাড়া উচ্চ বিদ্যালয়ের দুইটি ভবন। “সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতায় সাপাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি ভবন।, “সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) টাকায় আইহাই উচ্চ বিদ্যালয়ের একটি ভবন। “নির্বাচিত মাদ্রাসা সমূহের উন্নয়ন” শীর্ষক প্রকল্প থেকে সাপাহার সরফতুল্যা ফাজিল মাদ্রাসা ও হাঁপানিয়া কে.এম ফাজিল মাদ্রাসার দুইটি ভবন নির্মাণ কাজ চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App