×

সারাদেশ

আখাউড়ায় বাছাইয়ে বাদ পড়লেন দুই মেয়রসহ ৯ প্রার্থী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২১, ০৯:৩৪ পিএম

আখাউড়ায় বাছাইয়ে বাদ পড়লেন দুই মেয়রসহ ৯ প্রার্থী
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র সঠিকভাবে পূরণ না করা, ঋণখেলাপী হওয়া, হলফনামায় তথ্যগোপনসহ বিভিন্ন কারণে দুই মেয়রসহ ৯জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা করা হয়েছে। তবে তারা সবাই আপিল করার সুযোগ পাবেন। মনোনয়নপত্র বাতিল হওয়া মেয়র প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলী ভূঁইয়া (আওয়ামী লীগের বিদ্রোহী) ও উপজেলা যুবলীগকর্মী শফিকুল ইসলাম (আওয়ামী লীগের বিদ্রোহী)। এছাড়া ১জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ও সাধারণ ওয়ার্ডের ৬জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। যাছাই বাছাই শেষে ৪জন মেয়র প্রার্থীসহ ৪৮জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। এছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউসিলর পদে ৩৫জন এবং ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়। বৈধ ঘোষিত হওয়া মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র মোঃ তাকজিল খলিফা কাজল, বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন আব্দু, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র নূরুল হক ভূইয়া (আওয়ামী লীগের বিদ্রোহী), উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোবারক হোসেন রতন (আওয়ামী লীগের বিদ্রোহী)। ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচনী কর্মকর্তা ও রিটানিং অফিসার মোঃ জিল্লুর রহমান বলেন, প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে মনোনয়নপত্র সঠিকভাবে পূরণ না করা, ঋণখেলাপী হওয়া, হলফনামায় তথ্যগোপনসহ বিভিন্ন কারনে ২জন মেয়র প্রার্থী, ১জন মহিলা কাউন্সিলর প্রার্থী ও সাধারণ ওয়ার্ডে ৬জন কাউন্সিলর প্রার্থীসহ ৯জনের প্রার্থীতা বাতিল ঘোষণা করা হয়। তিনি বলেন, প্রার্থীরা তিনদিনের মধ্যে আপিল করার সুযোগ পাবেন। তিনি বলেন, আগামী ২৬ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহার এবং ২৭ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হবে। প্রথম শ্রেণীর আখাউড়া পৌরসভায় আগামী ১৪ ফেব্রুয়ারি ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App