অন্য কোনো ওষুধ খেলে কোভ্যাক্সিনে নিষেধ ভারত বায়োটেকের

আগের সংবাদ

প্রথমেই মুসলিম দেশগুলোর সঙ্গে যোগাযোগ পুনরুদ্ধার করবেন বাইডেন

পরের সংবাদ

বাংলাদেশে গৃহকর্মীর ভিসা দিচ্ছে কুয়েত

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২১ , ১:৪০ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ১৯, ২০২১ , ১:৪০ অপরাহ্ণ

বাংলাদেশ থেকে গৃহকর্মী নেওয়ার ভিসা চালু করেছে কুয়েত। এছাড়াও ভারত, ফিলিপাইন, নেপাল ও শ্রীলঙ্কার জন্যও গৃহকর্মীর ভিসা চালু করা হয়েছে। রবিবার (১৭ জানুয়ারি) থেকে কুয়েতের নাগরিকদের গৃহকর্মী আনতে ভিসা পাওয়ার জন্য বিভিন্ন শ্রম সংস্থার মাধ্যমে আবেদন অনুমোদন দেয়া হয়েছে।

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাণিজ্যিক বিমান পুনরায় চালু করার সুপ্রিম কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, শ্রীলঙ্কা ও নেপাল থেকে সরাসরি বিমানের মাধ্যমে শুধু গৃহকর্মী প্রবেশ করতে দেয়া হবে।

স্পনসর (মালিক) এবং বিমান সংস্থার টিকিট, প্রাতিষ্ঠানিকভাবে পৃথকীকরণ এবং প্রয়োজনীয় অর্থ প্রদানের মাধ্যমে কুয়েতে আগমনের জন্য নতুন বা প্রত্যাগত গৃহকর্মীদের বালসামা অ্যাপে নিবন্ধন করতে হবে।
ছুটিতে আটকে পড়া গৃহকর্মীদের চলতি মাসের শেষের দিকে প্রথমে শ্রীলঙ্কান এরপর বাংলাদেশ ও নেপালে চলতি মাসের শেষের দিক থেকে প্রথম বিমানটি গৃহকর্মী নিয়ে আসবে। এরপর বাংলাদেশ ও নেপালের গৃহকর্মীদের সরাসরি কুয়েতে প্রবেশের কথা রয়েছে।

এমআই

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়