×

খেলা

ম্যানইউ-লিভারপুল পয়েন্ট ভাগাভাগি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২১, ১১:৪২ এএম

ম্যানইউ-লিভারপুল পয়েন্ট ভাগাভাগি

ম্যানইউর স্কট ম্যাকটমিনের সঙ্গে বল দখলের লড়াইয়ে লিভারপুলের মোহামেদ সালাহ

আক্রমণে এগিয়ে থাকলেও ম্যানচেস্টার ইউনাইটেডের রক্ষণভেদ করতে পারেনি লিভারপুলের খেলোয়াড়রা। লিভারপুলের ভাঙাচোরা রক্ষণের বিপক্ষে গোল পায়নি ম্যানচেস্টার ইউনাইটেডও। ইংলিশ প্রিমিয়ার লিগে তাই পয়েন্ট ভাগাভাগি করে শেষ হয়েছে ম্যানইউ-লিভারপুলের হাইভোল্টেজ ম্যাচটি।

ম্যাচে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য করলেও প্রথমার্ধে প্রতিপক্ষ গোলরক্ষক ডেভিড ডি গিয়ার তেমন কোনো পরীক্ষা নিতে পারেনি ফিরমিনো-সালাহ-মানেকে নিয়ে সাজানো লিভারপুলের আক্রমণভাগ। সপ্তদশ মিনিটে রবের্তো ফিরমিনোর শট পোস্টের বাইরে যায়। তিন মিনিট পর জাদরান শাকিরি শট এক ডিফেন্ডারের গায়ে লেগে বাইরে যায়। একটু পর ফিরমিনোর শট এক ডিফেন্ডারের পায়ে লেগে প্রতিহত হওয়ার পর মোহামেদ সালাহর ভলি উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে।

অ্যানফিল্ডে মার্কাস রাশফোর্ড-মার্শিয়ালরা লিভারপুলের ডি-বক্সে সুবিধা করতে পারেনি। ড্র হতে যাওয়া ম্যাচে শেষ দিকে মার্শিয়ালকে তুলে উরুগুয়ের ফরোয়ার্ড এডিনসন কাভানিকে নামান ইউনাইটেড কোচ ওলে গুনার সুলশার। তাতেও কোনো লাভ হয়নি। ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় উভয় দলকে।

এ নিয়ে ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ স্থান ধরে রেখেছে ইউনাইটেড। সমানসংখ্যক ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে অবস্থান করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App