×

জাতীয়

বিমানবন্দর এলাকার সড়কে ঝড়লো স্বামী-স্ত্রীর প্রাণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২১, ০১:০৫ পিএম

বিমানবন্দর এলাকার সড়কে ঝড়লো স্বামী-স্ত্রীর প্রাণ
রাজধানীর বিমানবন্দর এলাকায় যাত্রীবাহি বাস চাপায় প্রাণ ঝড়লো মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রীর। সোমবার (১৮ জানুয়ারি) সকাল ৭টার দিকে বিমানবন্দর পদ্মা ওয়েল পাম্পের পাশে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। আকাশ ইকবার (৩৩) উত্তরায় একটি ডেভোলপার কিম্পানীতে আর তার স্ত্রী মায়া হাজারিকা মিতু (২৫) বিমানবন্দরে হোটেল লেক ক্যাসেল রেস্টুরেন্টে চাকরী করতো। বিমানবন্দর থানার উপ পরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, সোমবার সকালে স্বামী স্ত্রী মোটরসাইকেল যোগে যাওয়ার সময় বিমানবন্দর পদ্মা ওয়েল পাম্পের পাশে আজমেরী পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় তারা। ঘটনার পরপরই ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে। মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহত আকাশের ফুপাতো ভাই মোঃ মিজানুর রহমান মিন্টু জানান, ফরিদপুর সদর উপজেলার ধুলদি গ্রামের শেখ জাফর আকবালের ছেলে আকাশ। একই এলাকাতে বাড়ি স্ত্রী মায়ারও। স্ত্রী মায়া ও চার বছরের একমাত্র মেয়ে আফরানকে নিয়ে দক্ষিণখান মোল্লারটেক তেতুলতলা উদয়ন স্কুলের পাশে একটি বাসায় ভাড়া থাকতো। তিনি জানান, ৬-৭ বছর আগে বিয়ে হয় তাদের। ৪ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। প্রতিদিন আকাশ তার মোটর সাইকেলে করে মায়াকে নিয়ে বাসা থেকে বের হতো। বিমানবন্দরে মায়াকে নামিয়ে দিয়ে সে উত্তরায় তার অফিসে চলে যেতো। আজও তারা একই সাথে বের হয়েছিলো। কিন্তু আজমেরী পরিবহণের বাসের চাপায় তাদের সব স্বপ্ন নিভে গেলো। আকাশের বাবা মা গ্রামে থাকেন। তার বাবা স্টোকের রোগী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলো আকাশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App