×

জাতীয়

বাংলাদেশকে করোনার টিকা উপহার দেবে ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২১, ১২:৫৫ পিএম

ভারত সরকার উপহার স্বরূপ বাংলাদেশকে বেশ কিছু করোনার টিকা দেবে। খুব দ্রুতই এই টিকা দেশে পৌঁছাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক। কী সংখ্যা টিকা উপহার হিসেবে দেবে ভারত তা এখনই বলা যাচ্ছে না বলে জানান মন্ত্রী। তবে এ সংখ্যাটি কম নয় বলে মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত; সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে ৩ কোটি করোনার টিকা কিনেছে বাংলাদেশ। আজ সোমবার (১৮ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্যা রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, চলতি বছরের এপ্রিল মাসেই মেডিকেল কলেজের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। করোনা কালে সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য ১১'শ সিট বাড়ানো হয়েছে।‌ দেশে করোনা সংক্রমন ও মৃতের হার অনান্য দেশের তুলনায় অনেক কম উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় নির্ধারিত হাসপাতালে সাধারণ বেড ৮০ শতাংশ আর ৬০ শতাংশ আইসিইউ বেড ফাঁকা রয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মসিউর রহমান খান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App