×

খেলা

চার বছর পর জিতল ইন্টার মিলান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২১, ১১:৫৮ এএম

চার বছর পর জিতল ইন্টার মিলান

ম্যাচ শেষে উল্লাস প্রকাশ করছেন ইন্টার মিলানের খেলোয়াড়রা

ইতালিয়ান সিরি আয় গতকাল রাতে চ্যাম্পিয়ন জুভেন্টাসকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে ইন্টার মিলান। আর এর মাধ্যমে ২০১৬ সালের পর প্রথমবার ওল্ড লেডিদের বিপক্ষে জয়ের স্বাদ পেল ইন্টার। ম্যাচটিতে জুভেন্টাসের হয়ে গোল করেন আর্তুরো ভিদাল ও বারেল্লা। ম্যাচের ১২ মিনিটের সময় ভিদালকে দিয়ে গোল করান বারেল্লা। এরপর ৫২ মিনিটের সময় তিনি নিজে গোল করেন।

এই জয়ে এসি মিলানোর সঙ্গে যৌথভাবে শীর্ষস্থানে উঠে এসেছে ইন্টার মিলান। অপরদিকে জুভেন্টাস রয়েছে পঞ্চমস্থানে। গত ৯ মৌসুমে টানা শিরোপা জেতা জুভেন্টাসের এবার শিরোপা ধরে রাখার ব্যপারটি দিনে দিনে কঠিন হচ্ছে।

এদিকে ম্যাচটিতে জুভেন্টাসের মধ্যমাঠে দুর্বলতা দেখা গেছে। আর তাই তো ইন্টারমিলান অনায়াসে বেশ কয়েকবার আক্রমন করতে সমর্থ হয়েছে। অপরদিকে জুভেন্টাস কোন পাল্টা আক্রমন করতে পারেনি। ফলে ৫২ মিনিটের সময় দ্বিতীয় গোল হজম করার পরই বলতে গেলে জুভেন্টাসের হার নিশ্চিত হয়ে যায়। এই ম্যাচটির আগে ধারনা করা হচ্ছিল রোনালো ও লুকাকু শো হবে। কিন্তু তাদের দুজনের কেউই গোল করতে পারেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App