×

বিনোদন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘নিরুদ্দেশ যাত্রা’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২১, ০৭:১৩ পিএম

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘নিরুদ্দেশ যাত্রা’

‘নিরুদ্দেশ যাত্রা’ চলচ্চিত্রের একটি দৃশ্য

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘নিরুদ্দেশ যাত্রা’

ঊনবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে ১৬ জানুয়ারি। এবারের উৎসবে স্পিরিচুয়াল বিভাগে প্রদর্শিত হবে স্বাধীন চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ দাসের ‘নিরুদ্দেশ যাত্রা (Ex Nihilo Nihil Fit)’। বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট প্রযোজিত বাংলা সাহিত্যের অন্যতম কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের ‘নিরুদ্দেশ যাত্রা’ গল্পের ভাব অনুপ্রেরণায় নির্মিত হয়েছে নিরীক্ষাধর্মী এ চলচ্চিত্রটি।

দেড় বছর আগে নির্মিত হলেও এবারই প্রথমবারের মতো উৎসবে দর্শকরা উপভোগ করতে পারবেন ‘নিরুদ্দেশ যাত্রা’ চলচ্চিত্রটি। আগামী ১৯ জানুয়ারি বাংলাদেশ জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে এটি। চলচ্চিত্রটির শুটিং হয়েছে পানাম নগর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শেরপুর জেলার হুজুরিকান্দা গ্রামে। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন এমেল রুমী, অরিন্দম সরকার, সমরজিৎ ভৌমিক, মেশকাতুল মাসাবিহ সঞ্চারী, শঙ্করী বল, অমল বসাক, আব্দুস সালাম, জয়নাল আবেদিন ঝন্টু, মোশারফ হোসেন, নাজমুল হক শাহিন, রাদ আহমেদ ফুয়াদ প্রমুখ। সঙ্গীতায়োজন করেছেন নাজিম রনি।

উল্লেখ্য, এবারের উৎসবে মোট ৭৩টি দেশের ২২৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল ও প্রধান মিলনায়তন, শিল্পকলা একাডেমির চিত্রশালা ও নৃত্যশালা মিলনায়তন এবং শিল্পকলার নন্দন মঞ্চে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। দেবাশীষ দাসের ‘নিরুদ্দেশ যাত্রা’ ছাড়াও স্পিরিচুয়াল বিভাগে প্রদর্শিত হবে অনার্য মুর্শিদ পরিচালিত প্রামাণ্যচিত্র ‘কাসিদা অব ঢাকা’।

‘নিরুদ্দেশ যাত্রা’ সিনেমাটির ট্রেলার- https://www.youtube.com/watch?v=c7bO0lATAIM&feature=youtu.be  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App