×

সারাদেশ

বাউফলে ট্রলি চাপায় শিক্ষকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২১, ০৫:১৬ পিএম

বাউফলে ট্রলি চাপায় এক শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ জানুয়ারি) সকালে বাউফল সরকারি  মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের গেটে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রলিটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। এ ঘটনায় বাউফলের শিক্ষক মহলে শোকের ছায় নেমে এসেছে। স্থানীয়রা জানান, উপজেলার কনকদিয়া স্যর সলিমুল্লাহ স্কুল এন্ড কলেজের ইংরেজী বিষয়ের শিক্ষক সৈয়দ সরোয়ার (৩৩) সকাল নয়টার দিকে বাউফল বাজারে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে ইট বোঝাই একটি ট্রলি দ্রুত বেগে এসে ওই শিক্ষককে ধাক্কা মারে। এতে শিক্ষক সরোয়ারের মাথায় আঘাত লাগে। স্থানীয়রা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাসিফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। মূহুর্তের মধ্যে এ ঘটনা বাউফলে ছড়িয়ে পড়লে শিক্ষক মহলে শোকের ছায়া নেমে আসে। শিক্ষক সৈয়দ সরোয়ার বাউফল সদর ইউনিয়নের জৌতা গ্রামের আ: গনি সিকদারের ছেলে। ঘটনার পর পরই দ্রুত ট্রলিটি ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। পুলিশ এখনো ট্রলিটির হদিস করতে পারেনি। শনিবার বেলা দুইটায় বাউফল সরকারি কলেজ মাঠে সৈয়দ সরোয়ারের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আ.স.ম. ফিরোজ এমপি, উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খানসহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবন্দ উপস্থিত ছিলেন। বিকেল চারটায় জৌতায় দ্বিতীয় জানাযা  শেষে তাঁর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে পোস্টমর্টেম না করানোর আবেদন করায় দাফনের  ব্যবস্থা করা হয়েছে। ট্রলিটি এখনো খুঁজে পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App