×

সারাদেশ

কমলনগরে মাটি পাচারের দায়ে ৯ ট্রাক্টরের জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২১, ০৯:২৮ পিএম

কমলনগরে মাটি পাচারের দায়ে ৯ ট্রাক্টরের জরিমানা

কমলনগরের নদী ভাঙ্গন কবলিত এলাকা থেকে মাটি পাচারকালে  ৯ ট্রাক্টর ট্রলির ১লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী কর্মকর্তা মো. কামরজ্জামান এ আদেশ দেন। এর আগে দুপুরে নবীগঞ্জ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। জরিমানা প্রদানকারিরা হচ্ছেন, সদর উপজেলার ট্রাক্টর মালিক মো. হেলাল উদ্দিন ১ লাখ টাকা এবং কমলনগরের চর লরেঞ্চ বাজারের ট্রাক্টর মালিক মো. আবু ছিদ্দিক ৩০ হাজার টাকা।

স্থানীয় একটি চক্রের মাধ্যমে সদর উপজেলার বাসিন্দা ও মাটি পাচারকারী মো. হেলাল উদ্দিন দীর্ঘদিন থেকে কমলনগরের নদী ভাঙ্গন কবলিত এলাকা থেকে ট্রাক্টর যোগে শতশত ট্রাক মাটি নিয়ে সদর উপজেলার বিভিন্ন ইটের ভাটায় বিক্রি করে আসছিল। এ নিয়ে গত ৯ জানুয়ারী তারিখে দৈনিক ভোরের কাগজে সংবাদ প্রকাশ হলে পরদিন ১০ জানুয়ারী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সবশেষ গতকাল ১৫ জানুয়ারী তারিখে মাটি লুটের বিষয়ে ভোরের কাগজে ফের সংবাদ প্রকাশ হলে ৯ ট্রাক্টর ও দুই ইটভাটা মালিকের ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মাজিস্ট্রেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App