×

সারাদেশ

শেরপুরে খামাড়ে আগুন লেগে পুড়ে গেল দেড়শ মুরগী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২১, ০৩:৩৯ পিএম

শেরপুরে খামাড়ে আগুন লেগে পুড়ে গেল দেড়শ মুরগী

বগুড়ার শেরপুরে মুরগীর খামারে আগুনে পুড়ে প্রায় দেড়শ মুরগীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ জানুয়ারি) শহরের টাউনকলোনী এলাকায় টেলিফোন অফিস সংলগ্ন মুরগীর খামারে এই দুর্ঘটনা ঘটে।

খামারের মালিক মো. বাচ্চু মিয়া জানান, শুক্রবার সকালে খামারে আগুন লাগার খবর পেয়ে সেখানে যাই। এরপর ফায়ার সার্ভিসকর্মীরা এসে আগুন নিভায়। এতে মুরগীর বাচ্চা ও বড় মুরগীসহ দেড়শ মুরগী মারা গেছে। এছাড়া খামারের সরঞ্জামাদি পুড়ে ছাই হয়ে গেছে। কেউ শত্রুতামুলকভাবে আগুন লাগিয়ে দিয়েছে বলে তিনি দাবি করেন।

এ ব্যাপারে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মো. রতন হোসেন জানান, খবর পেয়ে আমরা ওই খামারটির আগুন নিয়ন্ত্রণে আনি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। আগুন লাগার কারণও পরিস্কার নয় বলে তিনি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App