×

জাতীয়

ভোটের আগের দিন হিলালীর মৃত্যু, সাংবাদিক মহলে শোক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২১, ১০:০০ এএম

ভোটের আগের দিন হিলালীর মৃত্যু, সাংবাদিক মহলে শোক

হিলালী ওয়াদুদ চৌধুরী

আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য সাব এডিটরস কাউন্সিলের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন দৈনিক ভোরের কাগজের সিনিয়র সহসম্পাদক হিলালী ওয়াদুদ চৌধুরী। তারই অংশ হিসেবে শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে সাব এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সাধারণ সভায় অংশ নিতে হিলালী ওয়াদুদ চৌধুরী বাসা থেকে বের হচ্ছিলেন।

এমন সময় হঠাৎ বুকে তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করায় তাকে দ্রুত মালিবাগের খিদমাহ হাসপাতালে নেয়া হয়। সেখানে নেয়ার পথেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। তার বয়স হয়েছিল ৪৯ বছর।

এ ঘটনায় সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

হিলালী ওয়াদুদ চৌধুরী জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন। এছাড়া রংপুর বিভাগ সাংবাদিক সমিতির নেতাও ছিলেন তিনি।

হিলালী ওয়াদুদ চৌধুরী স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। মেয়ে সামারা হিলালী আইডিয়াল স্কুলের মুগদা শাখার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

আজ বাদ জুম্মা জাতীয় প্রেসক্লাবে হিলালী ওয়াদুদ চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার গ্রামের বাড়ি নীলফামারীর ডোমারে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে ভোরের কাগজ পরিবার গভীরভাবে শোকাহত ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App