×

খেলা

বার্সেলোনার সঙ্গী হতে পারল না রিয়াল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২১, ১১:৩০ এএম

বার্সেলোনার সঙ্গী হতে পারল না রিয়াল

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ফাইনালে উঠার আনন্দে মেতে উঠে অ্যাতলেটিকো বিলবাওয়ের খেলোয়াড়রা

স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে অ্যাতলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। প্রথম সেমিতে জয় তুলে নিয়ে আগেই ফাইনালে পৌছে যায় বার্সেলোনা। ফলে সকলের প্রত্যাশা ছিল ফাইনালে বার্সার সঙ্গী হবে রিয়াল। কিন্ত সেটি আর হলো না।

মূলত নিজেদের ভুলেই ডোবে রিয়াল। ম্যাচটিতে মাত্র ৩৮ মিনিটের মধ্যে ২টি গোল হজম করে রিয়াল।

ম্যাচের ১৮ মিনিটে রাউল গার্সিয়া গোল করে বিলবাওকে প্রথমে এগিয়ে নেন। এরপর ২০ মিনিট বাদে পেনাল্টি থেকে তিনিই দলকে দ্বিতীয় গোলটি এনে দেন। রিয়ালের লুকাস বাজকুয়েজ ডি বক্সের ভেতর ফাউল করায় এই গোলটি হজম করতে হয় রিয়ালকে। এরপর ৭৩ মিনিটের সময় করিম বেনজেমা রিয়ালের হয়ে একটি গোল শোধ করেন। তখন কিছুটা উত্তেজনা ছড়ায়। কিন্তু দ্বিতীয় গোলটি আর শোধ করতে পারেনি রিয়াল।

এদিকে এই ম্যাচটিতে ২টি গোল করার মাধ্যমে অ্যাতলেটিকো বিলবাও ২০১৬ সালের পর প্রথমবার রিয়ালের বিপক্ষে একের অধিক গোল করেছে। ২০১৬ সালে জিদানের শির্ষদের বিপক্ষে ৪-২ গোলে হারের মাধ্যমে ২টি গোল করেছিল তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App