×

সাময়িকী

সরোজিনী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২১, ০৫:৪৮ পিএম

পথ ভুলে আসে না আর এই পথে। এই পথে সরোজ একা বসে থাকে ঝরাপাতার পরে বিদীর্ণ চিৎকারে কান্নারা পাখা মেলে নয়নে বহে সরোবর। গোধূলি রং, জীবন রাঙিয়ে দেয় বেদনা বাড়ে যাতনা নিয়ে। সম্পর্ক বাঁক নেয় নদীর মতো- আজ এদিকে কাল ওইদিক। সরোজ বনে সরোজিনী হাসে না- বিষাক্ত নাগিনী মনসার বশ মানে! সরোজ লখিন্দর জীবন বরণ করে নাগিনীর ছোবলে লখিন্দরের সতী সাধ্বী বেহুলা ছিল- সরোজদের কেউ থাকে না। সরোজিনীরা বিষচক্রে চক্র খেলে- ছোবলে ছোবলে সরোজরা ভেসে যায় গরল সমুদ্রে। অতঃপর... সরোজিনী হয়ে উঠে গরল রানি!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App