×

সাময়িকী

রাংতার রঙবিধান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২১, ০৫:৪৫ পিএম

রাংতার রঙবিধান
সবুজ রাংতায় মোড়া থাকে যে স্বপ্ন, আমরা তাকেই খুঁজি প্রতিদিন। হাঁটি; কিংবা হাঁটাই সূর্যকেও এই কক্ষপথে- যেখানে আদিম সৌররেখাগুলো মিশে থাকে মানুষের কররেখায়। মানুষ সেই রেখাকেই জানে তার ভাগ্যসমন্বয়ক হিসেবে। ভাবে, যারা ফেরিওয়ালা তারাও কি জীবনের রঙবিধানে মোড়ে রাখে নিজেদের ভবিষ্যৎ স্বপ্নগুলো! হলুদ বিষাদে মোড়া থাকে যে বেদনা; তাও কি বদলে দিতে পারে মানুষের চলার গতি! এমন অনেক কথাই জানা হয় না আমাদের। আমরা পড়ি, পড়ে যাই- কিন্তু অনেক কিছুই আমাদের মনে রাখা হয় না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App