×

অর্থনীতি

পুঁজিবাদ অর্থনীতিতে আয় বৈষম্য বাড়বেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২১, ১০:১৯ এএম

পুঁজিবাদ অর্থনীতিতে আয় বৈষম্য বাড়বেই

আবুল বারাকাত সভাপতি, বাংলাদেশ অর্থনীতি সমিতি

শ্রেণি বৈষম্য বা আর্থিক বৈষম্য সমাজের ওপর এক ধরনের প্রভাব ফেলে। করোনাকালে এটা আরো বড় আকারে দেখা দিয়েছে। আমাদের খেয়াল রাখতে হবে যেন, এ ধরনের বৈষম্য সৃষ্টি হতে না পারে। আশা করছি, সরকার এ বিষয়ে সুনজর দেবে। করোনা মহামারির আগে থেকেই দেশে আয় বৈষম্য বাড়ছিল। ক্রমান্বয়ে আয় বৈষম্য বেড়েই চলেছে। কেবল মাথাপিছু আয় দিয়ে উন্নয়নকে বিচার করলে চলবে না। যে প্রবৃদ্ধি অর্জিত হচ্ছে, তার ভাগ যেন সমাজের প্রান্তিক মানুষ পায় সেটা নিশ্চিত করতে হবে। কাউকে পেছনে ফেলে রেখে প্রকৃত উন্নয়ন হয় না। আমাদের দুই অঙ্কের প্রবৃদ্ধি হলো কিন্তু সেটা যদি সমাজের নিচু তলায় না যায়, তাহলে এই প্রবৃদ্ধি দিয়ে কোনো লাভ নেই। নব্য উদারবাদী পুঁজিবাদ অর্থনীতিকে ভালো কিছু দিবে না। বাংলাদেশে প্রায় সোয়া এক কোটি মানুষের মাথাপিছু আয় ৪ হাজার মার্কিন ডলারের উপরে। অথচ কর দেন মাত্র ২০ লাখ মানুষ। তাই রাষ্ট্রযন্ত্রকে উচ্চ আয়ের মানুষের কাছ থেকে কর আদায় বিশেষ করে প্রগতিশীল কর ব্যবস্থা কার্যকর করতে শক্তিশালী ভ‚মিকা নিতে হবে। পুঁজিবাদ অর্থনীতিতে আয় বৈষম্য বাড়বেই। এখন সেটাকে নিয়ন্ত্রণে রাখতে পারাই সরকারের সাফল্যের জায়গা। আমি বিশ্বাস করি, সরকার এদিকে গুরুত্ব দিবে এবং শ্রেণি বৈষম্য কমাতে সক্ষম হবে। তবে ক্যাপিটালিজম কনসেপ্টে শ্রেণি বৈষম্য থাকবেই, শ্রেণি বৈষম্য তৈরি করে। ক্যাপিটালিজম আর স্যোশিওলিজম এক বিষয় না। করোনার সময়ে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে কতখানি স্বচ্ছতা ছিল সেদিকেও দেখা দরকার। এ বিষয়ে আমার কোনো গবেষণা নেই। তাই আমি খুব বেশি বলতে পারব না। তবে যারা বিষয়টি নিয়ে গবেষণা করছেন তাদের আরো ভালোভাবে তদারকি করা দরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App