মেঘভাঙা আকাশে ক্ষিপ্র ডানার শব্দ নেই,
সন্ধ্যা আকাশে অগণিত রক্ত ঢেউ,
বাতাসের গায়ে অসংখ্য ক্ষতচিহ্ন রয়েছে তবু!
ছেঁড়া ছেঁড়া স্বপ্ননীল উড়ছে কোথাও।
রাতের শরীরে তাজা রক্ত দাগ!
সম্ভ্রম হারানো নারীর ছিন্ন আঁচল!
ক্ষুধার্ত এবং মৃত্যুভয় মানুষের আর্তচিৎকার!
হায়নার দাঁতে মানব শরীরের গন্ধ :
অপেক্ষারত- মায়ের চোখে পদ্মা-মেঘনা-যমুনা!
নয় মাসের কষ্ট শোক!
ব্যথাঘুণ খুঁটে খুঁটে খায়; মায়ের পবিত্র কলিজা,
ওই জামগাছটার নিচে বসে,
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।