×

খেলা

শীর্ষ স্থান আরো দৃঢ় হলো অ্যাতলেটিকোর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২১, ১২:৪৭ পিএম

শীর্ষ স্থান আরো দৃঢ় হলো অ্যাতলেটিকোর

মার্কোস লরেন্তের সঙ্গে বল দখলের লড়াইয়ে সেভিয়ার ফার্নান্দো।

লা লিগার এবারের মৌসুমে এমনিতেই উড়ছে অ্যাতলেটিকো মাদ্রিদ। জয়ের সুবাদে পয়েন্ট টেবিলের শীর্ষেও ছিল দিয়াগো সিমিওনের শিষ্যরা। এবার সেই স্থান আরো দৃঢ় করল অ্যাতলেটিকো। মঙ্গলবার রাতের খেলার তারা ২-০ গোলে হারিয়েছে সেভিয়াকে। অ্যাতলেটিকোর হয়ে একটি করে হোল পেয়েছেন অ্যাঞ্জেল কোরেয়া ও সাউল নিগুয়েজ।

নিজেদের মাঠে অ্যাতলেটিকোর হয়ে প্রাথম গোলের সুযোগটি তৈরি করে দেন কেইরন ত্রিপিয়ার। তার পাস থেকে বল পেয়েই ১৭তম লক্ষ্যভেদ করেন অ্যাঞ্জেল কোরেয়া। প্রথমার্ধের আগে আর কোনো গোল হয়নি। যদিও সেভিয়া এই সময়ে অনেকগুলো সুযোগ হাতছাড়া করে। আধিপত্যও বেশি ছিল সেভিয়ার খেলোয়াড়দের।

ম্যাচের ৭৬তম মিনিটে আরেকটি গোল পায় অ্যাতলেটিকো। মার্কোস লরেন্তের পাসে এ গোলের নায়ক সাউল নিগুয়েজ। তাতেই ২-০ গোলে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের। এ জয়ে ১৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে সবার উপরে অ্যাতলেটিকো। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের ১৮ ম্যাচে পয়েন্ট ৩৭। ৩০ পয়েন্ট নিয়ে সেভিয়া আছে ষষ্ঠ স্থানে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App