×

সারাদেশ

পূর্বধলায় ঝুঁকিপূর্ণ ওভারটেক করায় ট্রাকচালকের ৬ মাসের দণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২১, ১২:২৭ পিএম

পূর্বধলায় ঝুঁকিপূর্ণ ওভারটেক করায় ট্রাকচালকের ৬ মাসের দণ্ড

ছবি: প্রতিনিধি

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে কুলসুমের পরিচালনায় ভ্রাম্যমান আদালতে ইসমাঈল ইসলাম (২৪) নামে এক ট্রাক চালককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ‍ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ট্রাক চালক ইসমাঈল ইসলাম ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের আকবর আলীর ছেলে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় তিনি এ দণ্ডাদেশ প্রদান করেন।

নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুল জানান, মঙ্গলবার বিকালে দাপ্তরিক কাজ শেষ করে নেত্রকোনা থেকে কর্মস্থল পূর্বধলায় ফেরার পথে তার ব্যবহৃত গাড়িটি ‎ ময়মনসিংহ নেত্রকোনা মহাসড়কের পূর্বধলা উপজেলার ইসবপুর নামক স্থানটি পার হওয়ার সময় পিছন থেকে একটি ট্রাক তার গাড়িটি ওভারটেক করার সময় ইউএনও’র গাড়িতে ধাক্কা লাগার উপক্রম হয়। সে সময় তার চালকের দক্ষতার কারণে তিনি ও তার চালক বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যান।

তাৎক্ষণিক ইউএনও উম্মে কুলসুম শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশকে ঘটনাটি অবহিত করলে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ চালকসহ ট্রাকটি আটক করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App