×

সারাদেশ

কুমিল্লায় বাড়ছে ছাদ বাগানের জনপ্রিয়তা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২১, ০১:৪৩ পিএম

কুমিল্লায় বাড়ছে ছাদ বাগানের জনপ্রিয়তা
কুমিল্লায় দিন দিন ছাদ বাগানের জনপ্রিয়তা বাড়ছে। ফুল গাছের পাশাপাশি সবজি ও ফলের গাছও শোভা পাচ্ছে অনেকেরই ছাদে। কৃষি কর্মকর্তারা বলছেন, ক্রমবর্ধমান শহর হিসেবে কুমিল্লার বহুতল বাড়ির ছাদে গাছ লাগানো উৎসাহী করা হচ্ছে, যা অনাবিল আনন্দের পাশাপাশি পুষ্টি চাহিদাও মেটাতে সাহায্য করবে। ফলে কুমিল্লায় জনপ্রিয়তা বাড়ছে ছাদ বাগানের। করোনাকালীন সময়ে বাড়িতে বেশির ভাগ সময় পার করতে অনেকেই অবসর যাপনকে কাজে লাগিয়েছেন বহুতল বাড়ির ছাদে ফুল, ফল ও সবজির চাষ করে। কম খরচে সতেজ সময় পার করার জন্য ছাদের উপর পছন্দের গাছ লাগিয়ে আনন্দ নিচ্ছেন গৃহিনীরাও। ছাদবাগানে শখের ফুল বাগানের পর এখন কুমিল্লাবাসী সবজি চাষেরও উৎসাহী হচ্ছে। পরিবারের চাহিদা মেটানার পাশাপাশি আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের দেয়া হচ্ছে বাড়তি সবজি। নগরীর রেইসকোর্স এলাকার বাসিন্দা ছাদ বাগান করা তরুন রাশিদুল মুরসালিন জানান, করোনাকালীন সময়ে স্কুল কলেজ বন্ধ থাকায় বেশির ভাগ অবসরই কাটানো হয় ছাদে বাগান করে। এতে মানসিক অবসাদ দূর হওয়ার পাশিপাশি শখও পূরন করা হচ্ছে। হর্টিকালচার সেন্টার, কুমিল্লার উপ-সহকারি উদ্যান কর্মকর্তা মোঃ এনামুল হক জানান, ছাদবাগানের মাধ্যমে আমরা সারা বছরব্যাপী নিরাপদ শাক সবজি ও ফল পেতে পারি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক আবুল কালাম আজাদ ভূঞা জানান, আবাদযোগ্য জমি কাজে লাগানোর পাশাপাশি নাগরিকদের ছাদবাগানেও উৎসাহী করা হচ্ছে। এতে সাধারন মানুষের দৈনন্দিন বিষমুক্ত ফলের পুষ্টি চাহিদা পূরণ হবে। এছাড়া কুমিল্লা নগরীতে ছাদ বাগান করতে কৃষি অধিদপ্তর ছাড়াও সিটি কর্পোরেশন নাগরিকদের সহযোগিতা করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App