×

জাতীয়

ইচ্ছেমতো চলতেই উপাচার্য নিয়োগে অনীহা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২১, ১০:০৩ এএম

ইচ্ছেমতো চলতেই উপাচার্য নিয়োগে অনীহা

ড. ফেরদৌস জামান

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য, উপউপাচার্য ও কোষাধ্যক্ষ পদে নিয়োগ না দেয়ার কারণ হিসেবে আর্থিক বিষয় জড়িত বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান। গতকাল মঙ্গলবার ভোরের কাগজকে তিনি বলেন, শীর্ষ এই তিন পদের বিপরীতে মালিকরা এত টাকা খরচ করতে চান না। বিশ্ববিদ্যালয়কে নিজেদের খেয়ালখুশি মতো চালাতে চান। ইউজিসি সচিব বলেন, উপযুক্ত সম্মানী ও বেতন-ভাতা দিয়েই বিশ্ববিদ্যালয়ের শীর্ষ এই তিন পদে নিয়োগ দিতে হয় এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞ অধ্যাপকরাই এসব পদে নিয়োগ পান। নিয়োগ পাওয়ার পর তারা নিয়মনীতির বাইরে যেতে চান না। এমনকি বিশ্ববিদ্যালয়ের মালিকদের স্টাইলে বিশ্ববিদ্যালয় তারা চালাতেও দেন না। মূলত ইচ্ছেমতো চালানোর জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে তারা শীর্ষপদে কাউকে নিয়োগ দিতে চান না। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি বার্তা দিয়ে ড. ফেরদৌস জামান বলেন, এসব করে লাভ হয় না। বিদ্যমান আইন অনুযায়ী শীর্ষ পদে নিয়োগ না থাকলে রাষ্ট্রপতি সমাবর্তনে যাবেন না। নতুন কোর্স চালু করতে পারবে না বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। তবে এও ঠিক, বিশ্ববিদ্যালয়গুলোর শীর্ষ পদে নিয়োগের বিষয়টি মালিকদের মানসিকতার বিষয়। তিনি বলেন, মন্ত্রণালয় বা ইউজিসির চাহিদা অনুযায়ী দ্রুত বিশ্ববিদ্যালয়গুলোর শীর্ষ পদে নিয়োগ দেয়া উচিত। নতুবা যুগোপযোগী করে প্রণীত হওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ এবং ইউজিসি আইন আরো শক্তিশালী হচ্ছে। এটা হয়ে গেলে যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আইন মানবে না তাদের বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য সরাসরি চ্যান্সেলর তথা রাষ্ট্রপতির কাছে লেখা যাবে। পাশাপাশি সনদও বাতিল করতে পারবে ইউজিসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App