×

খেলা

হ্যান্ডবলের সেমিতে পুলিশের প্রতিপক্ষ কুষ্টিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২১, ০৬:৫৬ পিএম

হ্যান্ডবলের সেমিতে পুলিশের প্রতিপক্ষ কুষ্টিয়া

পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে মঙ্গলবার এক্সিম ব্যাংক জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতায় ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা ও সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ম্যাচের একটি মুহূর্ত

মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে মঙ্গলবার এক্সিম ব্যাংক ৩০তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতায় সেমিফাইনালের টিকেট নিশ্চিত করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব, কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ৮টায় অনুষ্ঠিত খেলায় জামালপুর জেলা ক্রীড়া সংস্থা ৪৩-৩২ গোলে মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। প্রথমার্ধে উভয় দল ১৬-১৬ গোলে সমতায় ছিল। সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত খেলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ৩৪-৩৩ গোলে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ১৯-১৬ গোলে এগিয়ে ছিল। সকাল ১১টায় অনুষ্ঠিত খেলায় ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা ৩৮-২২ গোলে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ১৯-১০ গোলে এগিয়ে ছিল।

দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত খেলায় কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা ৪০-২০ গোলে ঢাকা জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ১৭-১২ গোলে এগিয়ে ছিল। দুপুর ২টায় অনুষ্ঠিত খেলায় যশোর জেলা ক্রীড়া সংস্থা ৫১-২২ গোলে নড়াইল জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ২৫-১১ গোলে এগিয়ে ছিল। বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ৩৭-২১ গোলে পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ১৭-১১ গোলে এগিয়ে ছিল।

বুধবার সকাল সাড়ে ১১টায় প্রথম সেমিফাইনালে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার মোকাবিলা করবে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দুপুর ২টা ৩০ মিনিটে দ্বিতীয় সেমিফাইনালে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার বিপক্ষে মাঠে নামবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App