×

সারাদেশ

প্রধানমন্ত্রীর সহযোগিতা চান হরতাল সহিংসতায় নিহত কাননের মা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২১, ০৬:৪৬ পিএম

প্রধানমন্ত্রীর সহযোগিতা চান হরতাল সহিংসতায় নিহত কাননের মা
মানবেতর জীবন যাপন করছে বিএনপির নেতৃত্বে ২০দলীয় জোটের ২০১৫ সালের ১২ জানুয়ারি হরতালে সহিংসতায় নিহত আতিকুর রহমান কাননের পরিবার। একমাত্র উপার্জনক্ষম ছেলে হারানোর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীর মিলাদ ও দোয়া অনুষ্ঠানে আক্ষেপ করে এমনটাই জানিয়েছেন নিহতের মা জোবেদা খাতুন। তিনি বলেন, স্বামী মরহুম আ: গণির মৃত্যুর পর ২ছেলে ও ১ মেয়েকে নিয়ে সুখের সংসার গড়ার স্বপ্নে এগিয়ে যাচ্ছিলেন তিনি। ২০১৫ সালে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার বজ্রবাজার এলাকায় বিএনপির নেতৃত্বে ২০দলীয় জোটের হরতাল চলাকালে পিকেটারদরে হামলায় নিহত হন তার একমাত্র ছেলে আতিক। মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ধামর (ফালুর বাজার সংলগ্ন) ২০দলীয় জোটের হরতালে পিকেটারদের হামলায় নিহত আতিকুর রহমানের বাড়ীতে পরিবারের উদ্যোগে ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এতে অংশ নেন নিহতের মা জোবেদা খাতুন, কুশমাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাতেন পুলু ও নিহতের আত্নীয় স্বজন। নিহতের ছোট ভাই ছাব্বির আহমেদ বলেন, যখন ভাই মারা গিয়েছিল, ঐ সময় ভাই-ই একমাত্র উপার্জনক্ষম ছিল। ভাই নিহত হওয়ার পর, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন অনুদানের চেক হস্তান্তর করেন, তখন আমাদের পারিবারিক অবস্থার কথা শুনে, বলেছিলন- যদি কেউ লেখা পড়া করে চাকুরীর যোগ্যতা অর্জন করে তাহলে তিনি বিষয়টি বিবেচনা করবেন। আমি তখন ৮ম শ্রেনিতে পড়ি। ২০১৭ সালে এসএসসি পাশ করেছি। ঐ সময় আমার চাকুরীর বয়সও হয়নি, এখন আমি প্রাপ্ত বয়স্ক এবং এইচএসসি পাশ করেছি। আমাদের সংসারে উপার্জনক্ষম কোন মানুষ নেই। তাই আমরা খুব অসহায়, মাননীয় প্রধানমন্ত্রী যদি একটি চাকরির ব্যাবস্থা করে দেন তবে আমরা পরিবারের সকলে অন্তত দুমুঠো ভাত খেয়ে বেচে থাকতে পারবো।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App