×

সারাদেশ

নোয়াখালীতে শিক্ষার আওতায় আসবে ঝরেপড়া শিশুরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২১, ০৯:৪৪ পিএম

নোয়াখালীতে শিক্ষার আওতায় আসবে ঝরেপড়া শিশুরা
নোয়াখালীর সদর, কোম্পানীগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ি, চাটখিল ও বেগমগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরেপড়া এবং বিদ্যালয় বর্হিভূত ৮ থেকে ১৪ বছরের শিশুদের শিক্ষার আওতায় আনতে চলছে নানামূখী কর্মসূচি। ৬টি উপজেলার শিশুদের শিক্ষার আওতায় আনতে ইতিমধ্যে বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধিনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো অনুমোদিত আউট-অব-স্কুল চিলড্রেন কর্মসূচির মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চালু করা হয়েছে শিশু জরিপকারীদের অবহিতকরণ কর্মশালা। মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা নোয়াখালী রুরাল এ্যাকশান সোসাইটি (এন-রাশ) আয়োজনে ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো নোয়াখালীর সহযোগিতায় ৪ ইউনিয়নের জরিপকারীদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এন-রাশ এর প্রধান নির্বাহী মো.আবুল হাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন। কর্মশালায় উপস্থিত ছিলেন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো নোয়াখালীর সহকারী পরিচালক বিদ্যুৎ রায় বর্মন, বাংলাদেশ শিক্ষক সমিতি নোয়াখালীর সভাপতি মো. আবুল কাশেম, নোয়ান্নই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন দুলাল, বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন নোয়াখালী দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, বাংলাদেশ রিপোটার্স ক্লাব নোয়াখালীর সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল প্রমূখ। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন আকলিমা বেগম মুন্নি। এরআগে সকাল ১০টায় উপজেলার চরমটুয়া ইউনিয়নের ইক্রা মডেল একাডেমীতে ৪টি ইউনিয়নের জরিপকারীদের নিয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্টরা জানান, ৮ থেকে ১৪ বছরের যেসব শিশুরা আদৌ স্কুলে ভর্তি হয়নি বা স্কুল থেকে ঝরেপড়েছে তাদের চিহিৃত করে পুনরায় শিক্ষার সুযোগ করে দিবে প্রকল্পটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App