×

সারাদেশ

অবহেলিত মানুষের হয়ে কাজ করতে চান দর্জি মাষ্টার শাহাব উদ্দিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২১, ০৯:৪০ পিএম

অবহেলিত মানুষের হয়ে কাজ করতে চান দর্জি মাষ্টার শাহাব উদ্দিন
গলায় কাপড় মাপার ফিতা। হাতের কাঁচি দিয়ে কাটছেন কাপড়। এর মাঝে দোকানে কাপড় সেলাই করতে আসা দুই নারীর কাছে ভোট প্রার্থনা করে দোয়াও চাইলেন।পৌরশহরের কলেজ পাড়ার শাহাব উদ্দিন ট্রেলার্সের ভিতরে গিয়ে দেখা যায় এমন দৃশ্য। দোকানের ভিতরে প্রবেশ করতেই এক লোক দেখিয়ে বললেন যিনি দর্জি তিনিই এবার কাউন্সিলর প্রার্থী। ১৪ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে পৌরসভার সর্বত্র বইছে নির্বাচনী হাওয়া। মেয়র প্রার্থীদের পাশাপাশি মাঠ চষে বেড়াচ্ছেন কাউন্সিলর প্রার্থীরাও। পৌরসভার ৬নং ওয়ার্ডে এবার কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন ছয় জন। এর মধ্যে দর্জি মাষ্টার শাহাব উদ্দিনও একজন কাউন্সিলর প্রার্থী। স্থানীয়রা জানায়, এই ওয়ার্ডে কাউন্সিলর পদে ছয় জন দাঁড়িয়েছেন। তাদের মধ্যে এই প্রথম কোনো জনপ্রতিনিধি নির্বাচনে দর্জি পেশার মানুষ প্রার্থী হয়েছেন। সবাই নিজ নিজ কৌশলে ভোটারদের কাছ ভোট চাইছেন। তবে পৌরশহরের নারায়ণপুর গ্রামের ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শাহাব উদ্দিনের নির্বাচনী প্রচারণা একেবারেই ভিন্ন। তিনি বেকার যুবদের দর্জি কাজ শিখিয়ে আত্মনির্ভরশীল করে তোলার প্রতিশ্রুতি দিয়ে চমক সৃষ্টি করছেন। পাশপাশি দোকানে তৈরি কাপড় ডেলিভারী দেওয়ার সময় কৌশলে ভোটাদের কাছে ভোট চাইছেন। নারী ভোটারদের মাঝে তার জনপ্রিয়তাও তৈরি হয়েছে। দর্জি মাষ্টার শাহাব উদ্দিন বলেন, সমাজের অবহেলিত মানুষের মানোন্নয়ন ও প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করতেই আমি কাউন্সিলর প্রার্থী হয়েছে। ভোটারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আশা রাখি। তিনি আরো বলেন করোনা কালীন সময়ে সরকারের দেয়া বরাদ্দ থেকে অনেক নিম্ন আয়ের মানুষই বঞ্চিত হয়েছে। আমি নির্বাচিত হলে এসকল নিম্ন আয়ের মানুষদের হয়ে কাজ করবো। উপজেলা নির্বাচনী কর্মকর্তা জহুরুল আলম জানান, আখাউড়া পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করতে এ পর্যন্ত মেয়র পদে ৬ জন সাধারণ কাউন্সিল পদে ৫৪ জন ও নারী কাউন্সিলর পদে ১০ জন প্রাথী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App