×

শিক্ষা

জাবিতে সুবর্ণ জয়ন্তী উদযাপন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২১, ০৯:০৫ পিএম

জাবিতে সুবর্ণ জয়ন্তী উদযাপন
১৯৭১ সালে প্রতিষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫০ বছরে পদার্পণ উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে। মঙ্গলবার(১২ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় বিজনেস স্টাডিজ অনুষদের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে সুর্বণ জয়ন্তীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম। এরপর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয় এবং ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আলমগীর কবিরের সঞ্চালনায় স্মৃতিচারণমূলক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন,আমরা ভেবেছি করোনার মধ্যে হয়ত ভার্চূয়াল কিছু আলোচনা সভা হবে কিন্তু তার চেয়েও অনেক সুন্দর আয়োজন হয়েছে। করোনা আমাদের অমার্জণীয় ক্ষতি করে ফেলেছে কিন্তু শিখিয়েছে কি করে ঘরে থেকে বিশ্ব জগৎটাকে হাতের মুঠোয় নিয়ে আসা যায়।এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময়ের স্মৃতিচারণ করে চলমান উন্নয়ন প্রকল্পে আশাতীত বরাদ্দ দেয়ায় পরিকল্পনা মন্ত্রনালয় ও শিক্ষা মন্ত্রনালয়কে ধন্যবাদ জানান তিনি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুবর্ণজয়ন্তী উপলক্ষে ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী মুশফিকুর রহিম বলেন,বিশ্ববিদ্যালয়ের শিক্ষা আমাকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠতে সহায়তা করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমি গর্ববোধ করি। আমি আশা করি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও গবেষণা কার্যক্রম উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এছাড়া, দিনটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে অল্যামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা ও অল্যামনাইয়ের পতাকা উত্তোলন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক শরিফ এনামুল কবির সহ প্রায় অর্ধ শতাধিক সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী। প্রসঙ্গত, ১৯৭০ সালে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ১৯৭১ সালের ৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম শুরু হলে ও তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর এস এম আহসান ১২ই জানুয়ানি আনুষ্ঠানিক ভাবে বিশ্ববিদ্যালেয়র উদ্বোধন করেন। সেসময় পরিসংখ্যান,ভূগোল,গণিত, অর্থনীতি বিভাগে ১৫০ জন শিক্ষার্থী ও ২১ জন শিক্ষক নিয়ে যাত্রা শুরু হয়। পরবর্তীতে ১৯৭৩ সালে বিশ্ববিদ্যালয় এ্যাক্ট পাশ করে মুসলিম শব্দটি বাদ দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App