×

সারাদেশ

শীতে কাঁপছে আদিতমারী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২১, ০৩:০৭ পিএম

শীতে কাঁপছে আদিতমারী

ছবি: প্রতিনিধি

সীমান্তবর্তী জেলা লালমনিরহাট। এ জেলার আদিতমারী এলাকা শীতে কাঁপছে। শীতের তিব্রতায় জন-জীবন স্থবির হয়ে পড়েছে। সাধারণ খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের কষ্টের সীমা নেই। নেই গরম কাপড়, নেই শীত নিবারনের প্রয়োজনীয় জামা কাপড়। কিন্তু পেট মানে না শীত, পেট মানে না ক্ষুধা। হাঁড় ভাঙা শীতের কী কষ্ট তা বুঝতে পারেন ভুক্তভোগী মানুষ। শীতের তীব্রতাকে পরাস্ত করতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা।

রবিবার (১১ জানুয়ারি) সকালে সরেজমিনে গিয়ে ওই এলাকার সাধারণ মনুষের সঙ্গে আলোচনা হলে তারা বলেন, হামার এলাকার চেযারম্যান মেম্বোর এ্যলাও হামার গুলার কোনো খোঁজ খবর নেয় নাই। হামরা সাধারণ গরীব মানুষ, বড় কষ্টে আছি। কিন্তু হামার আদিতমারী উপজেলার ইউএনও হামাক গুলাক আইতোত বাড়ীত আসিয়া কম্বল দিয়া গেইছে। আল্লাহ ওমার ভালো করুক। কম্বল পেয়ে মুহুর্তেই কষ্ট ভুলে আনন্দে গড়গড় করে কথা গুলো বললেন দক্ষিণ বত্রীশ হাজারী গ্রামের বৃদ্ধা আবলা বেওয়া।

শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ায় তীব্র শীতে দিনের বেলায় যানবাহনের বাতি জ্বালিয়ে রাস্তা চলাচল করতে হচ্ছে। ফলে দুর্ঘটনার সম্ভাবনা অনেকাংশে বেড়ে গেছে। এ ব্যপারে সুশীল সমাজ ও সরকারকে এগিয়ে এসে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণের প্রয়োজন। তা-না হলে করোনার মহামারী অনেকাংশে বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App