×

সারাদেশ

বাউফলে এখনো মেলেনি নিখোঁজ জেলের হদিস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২১, ০২:২৫ পিএম

বাউফলে এখনো মেলেনি নিখোঁজ জেলের হদিস

ফাইল ছবি

বাউফলে তেঁতুলিয়া নদীতে লঞ্চের ধাক্কায় মাছ ধরা ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ হওয়া জেলের হদিস দু’দিনেও মেলেনি। এদিকে লাশ পাওয়ার আশায় স্বজনরা এখনো তেঁতুলিয়া নদীর পাড়ে আহাজারি করছেন। দুর্ঘটার পর দু’দিন অতিবাহিত হলেও লাশ খোঁজার জন্য সরকারি কিংবা বেসরকারি কোন সংস্থার ডুবুরী ঘটনাস্থলে যায়নি। উল্লেখ্য, গত শনিবার (৯ জানুয়ারি) রাত পৌনে একটার দিকে ঢাকা থেকে পায়রা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি এ্যাডভেঞ্চার-১১ নামের যাত্রীবাহী দোতলা লঞ্চের ধাক্কায় বাউফলের কেশবপুর ইউনিয়নের বাদামতলী এলাকার তেঁতুলিয়া নদীতে একটি মাছ ধরার ট্রলার খণ্ড -বিখণ্ড হয়ে ডুবে যায়। ওই ট্রলারে তিনজন জেলে ছিল। তাদের বাড়ি বাউফলের কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে। স্থানীয় এনামুল হক অপু নামের একজন জানান, ডুবে যাওয়া ট্রলারে মমিনপুর গ্রামের মৃত্যু: ছত্তার মৃধার ছেলে মনির হোসেন (৩৩), সোহরাব হাওলাদারের ছেলে জসিম উদ্দিন(২৫) এবং হালিম চৌকিদারের ছেলে রাসেল চৌকিদার(২৭) নামের তিন জন জেলে ছিলেন।  শনিবার রাত পৌনে একটার দিকে এ্যাডভেঞ্চার-১১ দোতলা লঞ্চটি একটি চর ঘুরে দ্রুত তাদের ট্রলারের ওপর উঠিয়ে দেয়। লঞ্চের ধাক্কায় ট্রলারটি চার-পাঁচ খন্ড হয়ে ডুবে যায়। এসময় রাসেল এবং জসিম সাঁতার কেটে পাড়ে উঠতে পারলেও মনির হোসেন নিখোঁজ হয়। দুর্ঘটনা কবলিত ট্রলারে থাকা জসিম উদ্দিন জানান, তাদের ট্রলারটি ডুবে যাওয়ার পর কোন প্রকার উদ্ধার তৎপরতা না দেখিয়েই লঞ্চটি দ্রুত পায়রা বন্দরের দিকে চলে যায়। স্থানীয় সমাজকর্মী মজিবুর রহমান জানান, ঘটনার পর থেকেই ট্রলার এবং নৌকা দিয়ে এলাকার লোকজন মনিরের খোঁজে নদীতে রয়েছে। সোমবার (১১ জানুয়ারি) দুপুর ২ টা পর্যন্ত মনিরের কোন খোঁজ মেলেনি। মজিবুর রহমান আরো জানায়, দুর্ঘটনার পর পুলিশ এসেছিল। কিন্তু সরকারি কিংবা বেসরকারি কোন সংস্থার পক্ষ থেকে কোন ডুবুরী এখনো আসেনি। ধারণা করা হচ্ছে, জোয়ার কিংবা ভাটার টানে মনিরের লাশ অন্যত্র চলে গেছে। মনির হোসেন অত্যন্ত গরিব শ্রেণির লোক। তার রোজগারেই সংসার চলে। মনিরের সাত বছরের একটি ছেলে এবং চার বছরের একটি মেয়ে রয়েছে। ঘটনার পর থেকে মনিরের পরিবারসহ এলাকায় শোকের মাতম বইছে। আজ সোমবারও এলাকাবাসীদের ট্রলার ও নৌকা দিয়ে তেঁতুলিয়া নদীতে মনিরের লাশ খুঁজতে দেখা গেছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, এখনো লাশের কোন সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের পরিবার থেকে কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে লঞ্চের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App