×

জাতীয়

দিলরুবার বাবার হার্টের রিংয়ের দ্বায়িত্ব নিল পুলিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২১, ০৮:৫১ পিএম

দিলরুবার বাবার হার্টের রিংয়ের দ্বায়িত্ব নিল পুলিশ

দিলরুবা নামে এক শিক্ষার্থীর বাবার হার্টে রিং পড়ানোর দ্বায়িত্ব নিল পুলিশ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ‎র‌্যাব সেবা সপ্তাহের শেষ দিনে দরিদ্র মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠানে ওই শিক্ষার্থীর বাবার হার্টের রিংয়ের ব্যবস্থার দ্বায়িত্ব নেন পুলিশ প্রধান আইজিপি ড. বেনজীর আহমেদ। র‌্যাব সদরদপ্তরে লে. কর্ণেল আজাদ মিলনায়তনে এ অনুষ্ঠানটি সোমবার (১১ জানুয়ারি) সকালে অনুষ্ঠিত হয়।

পুলিশ প্রধান বলেন, দিলরুবা নামে এক শিক্ষার্থীর সঙ্গে কথার সময় জানা গেল তার বাবা একজন গাড়ি চালক। কিছুই করেন না এখন। হার্টের সমস্যার কারনে কাজ করতে পারছেন না। টাকার অভাবে রিং পড়াতে পারছেন না। এমতাবস্থায় ওই শিক্ষার্থীর বাবার হার্টের রিংয়ের ব্যবস্থার দ্বায়িত্ব আমরা নিলাম। এ সময় করতালিতে র‌্যাব সদরদপ্তরে লে. কর্ণেল আজাদ মিলনায়তন মুখরিত হয়ে ওঠে।

উপস্থিত শিক্ষার্থী ও আগামী প্রজন্মের উদ্দেশ্যে আইজিপি বলেন, তোমরা ২০৪১ সালে উন্নত বাংলাদেশের নাগরিক হবে। তোমাদেরকে দেশের প্রতিনিধিত্ব করতে হবে, নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্ণেল তোফায়েল মোস্তফা সারোয়ার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App