×

জাতীয়

আইকনিক রেলস্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন বৃহস্পতিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২১, ০৮:০৫ পিএম

আইকনিক রেলস্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন বৃহস্পতিবার

ফাইল ছবি

আগামী বৃহষ্পতিবার সমুদ্র সৈকত কক্সবাজারে ”ঝিনুকের মধ্যে মুক্তা’ এ ডিজাইনের- আইকনিক রেলস্টেশন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ওই দিন সকাল ১১টায় কক্সবাজারে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে রেলসূত্রে জানান হয়েছে। দোহাজারী-কক্সবাজার সিঙ্গেল লাইনের ডুয়েল গেজ নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিত হচ্ছে এ স্টেশনটি। স্টেশনটির বিশেষত্ব হচ্ছে সমুদ্র সৈকতের সঙ্গে মানানসই ‘ঝিনুকের মধ্যে মুক্তা’ আকারের আইকনিক স্টেশন ভবন। যা বিশে^ এক অনন্য নির্দশন হিসেবে দেখছেন অনেকে। সোমবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান এক বিজ্ঞপ্তিতে জানান, অনুষ্ঠানে রেলমন্ত্রী ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেল সচিব মো. সেলিম রেজা, প্রকল্প পরিচালক মো. মফিজুর রহমানসহ রেলের উর্দ্ধতন কর্মকর্তারা। দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন প্রকল্পের কাজ ২০২২ সালের জুনের মধ্যে শেষ হওয়ার সময়সীমা রয়েছে। সরকারের মেগা এই প্রকল্পের সার্বিক কাজের বর্তমান অগ্রগতি হয়েছে ৪৭ শতাংশ। রেললাইন তৈরির জন্য মাটি ভরাট কাজের অগ্রগতি হয়েছে ৬৫ শতাংশ। প্রকল্পের ৯টি স্টেশন বিল্ডিংয়ের মধ্যে ৫টির নির্মাণকাজ হয়েছে ২০ শতাংশ। ১৪৫টি কালভার্টের মধ্যে ৭০টির কাজ শেষ। ৩০টি কালভার্টের কাজ চলছে। এছাড়া ৩৯টি ব্রিজের মধ্যে ৩০টির কাজ শেষ হয়েছে ৮০ শতাংশ। কক্সবাজারের নির্মাণাধীন সর্বাধুনিক স্টেশন আইকনিক বিল্ডিংয়ের কাজ শেষ হয়েছে ২০ শতাংশ। বনাঞ্চলের ভেতরে হাতি চলাচলের জন্য ২টি আন্ডারপাসের কাজ শেষ হয়েছে। ওভারপাস তৈরির কাজও চলছে দ্রুততার সঙ্গে। এ রেলপথটি শেষ হলে সমুদ্র সৈকত কক্সবাজারে ভ্রমন পিপাসুদের জন্য নতুন বার্তা বয়ে আনবে। ঢাকা থেকে সরাসরি ট্রেন চেপে কক্সবাজার পৌছানো যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App