×

খেলা

হ্যান্ডবলে পুলিশের শুভ সূচনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২১, ১০:০৪ পিএম

হ্যান্ডবলে পুলিশের শুভ সূচনা

পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে রবিবার জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান এনডিসি

এক্সিম ব্যাংক ৩০তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতায়র রবিবার জয় পেয়েছে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব, পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে রবিবার জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান এনডিসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের পরিচালক লে. কর্নেল (অব.) সিরাজুল ইসলাম বীরপ্রতীক (বার)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহসভাপতি গোলাম হাবিব। এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, ফেডারেশনের সহসভাপতি ও প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির চেয়ারম্যান আ ন ম ওয়াহিদ দুলাল, ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক ও প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির সম্পাদক এস এম খালেকুজ্জামানসহ ফেডারেশনের অন্য কর্মকর্তারা।

উদ্বোধনী খেলায় পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা ৩১-২৮ গোলে যশোর জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। প্রথমার্ধে উভয় দল ১৬-১৬ গোলে সমতায় ছিল। সকাল ৮টায় অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ৫৬-১৮ গোলে নড়াইল জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ২৭-৯ গোলে এগিয়ে ছিল।

সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ৫৩-৭ গোলে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ৩১-২ গোলে এগিয়ে ছিল। দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত খেলায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ৩৪-২৭ গোলে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ১৭-১৫ গোলে এগিয়ে ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App