×

জাতীয়

দেশের মাটিতে পা রেখেই আবেগাপ্লুত হয়ে পড়েন বঙ্গবন্ধু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২১, ০৮:৩৬ পিএম

দেশের মাটিতে পা রেখেই আবেগাপ্লুত হয়ে পড়েন বঙ্গবন্ধু
রবিবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে এক আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ূব চৌধূরী এসজিপি, পিবিজিএমএস, এনডিসি, পিএসসি। এছাড়াও উপস্থিত ছিলেন, ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান এনডিসি, পিএসসি, টিই, অতিরিক্ত মহাপরিচালক এটিএম আবু আসাদ, সেলিনা বানু প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল আইয়ূব চৌধূরী এসজিপি, পিবিজিএমএস, এনডিসি, পিএসসি বলেন, বাংলাদেশ ছিলো বঙ্গবন্ধুর অস্তিত্ব সংলগ্ন। সেদিন তেজগাঁও বিমানবন্দর থেকে ঐতিহাসিক রেসকোর্স ময়দান (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) পর্যন্ত রাস্তা ছিল লোকে লোকারণ্য। স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রেখেই আবেগাপ্লুত হয়ে পড়েন বঙ্গবন্ধু। দীর্ঘ ৯ মাস পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসরদের নৃসংশ গণহত্যার সংবাদ শুনে কান্নায় ভেঙে পড়েন তিনি। স্বাধীন বাংলাদেশের প্রথম সমাবেশে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমার জীবনের সাধ পূর্ণ হয়েছে। বাংলাদেশ আজ স্বাধীন’। ডিআইপি মহাপরিচালক আরও বলেন, আজ প্রতিবছর বাঙালি জাতি নানা আয়োজনে পালন করে আসছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। বাংলাদেশ আজ বিশ্ব উন্নয়নের রোল মডেল। স্বাধীন ও আত্মমর্যাদাশীল জাতি এবং সমৃদ্ধশালী দেশ গঠনের প্রত্যয় ব্যক্ত হয়েছিলো বঙ্গবন্ধুর ১০ জানুয়ারির ভাষণে। একটি ঐক্যবদ্ধ জাতি এবং সমৃদ্ধশালী দেশ গঠনে আমরা প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্র থেকে নিরলস ভাবে কাজ করে যাব, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে আজকের দিনে এই হোক আমাদের প্রত্যয়। বিশেষ অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান, এনডিসি, পিএসসি, টিই বলেন, বঙ্গবন্ধুর আপোসহীন নেতৃত্ব ছাড়া বাংলাদেশের স্বাধীনতা সম্ভব হতোনা। স্বাধীন বাংলার মাটিতে তাঁর আগমন ছিলো বলেই রচিত হয়েছিল বাংলাদেশের অস্তিত্বের ইতিহাস।  অতিরিক্ত মহাপরিচালক এটিএম আবু আসাদ বলেন, ১৬ ই ডিসেম্বর ১৯৭১ এ বাংলাদেশ স্বাধীন হলেও এদেশের জনগণের প্রাণপ্রিয় নেতা পাকিস্তানে বন্ধী থাকায় মানুষের ভিতর স্বস্থি ছিলোনা। আশংকা ছিলো বঙ্গবন্ধুর জীবনের নিরাপত্তা নিয়ে। উপ-পরিচালক হাফিজুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন পরিচালক সাঈদুল ইসলাম।    

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App