×

জাতীয়

আগামী প্রজন্মকে অনুপ্রেরণা দেবে: প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২১, ০৮:১৫ পিএম

৭ মার্চ ও ১০ জানুয়ারীর ভাষণ আগামী প্রজন্মকে অনুপ্রেরণা দেবে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনরায় এই ভাষণগুলি নতুন করে শোনা উচিত। আমাদের নতুন প্রজন্মের শোনা উচিত। তাহলেই সবাই রাজনীতি করার একটা প্রেরণা এবং দিক-নির্দেশনা পাবে। একজন মানুষ একটা জাতির প্রতি, মানুষের প্রতি কতটা নিবেদিত হলে, মানুষকে কতটা ভালবাসতে পারলে-এইভাবে আত্মত্যাগ করতে পারে। আর এইভাবে মানুষের কথা বলতে পারে...। রবিবার (১০ জানুয়ারি) বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ সভাপতি গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ অনুষ্ঠানে যুক্ত হোন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আরো বক্তব্য রাখেন সভাপতিমন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, রমেশ চন্দ্র সেন, এডভোকেট আবদুল মতিন খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা দক্ষিণের সভাপতি আবু আহম্মেদ মন্নাফী, উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ। গণভবন প্রান্ত থেকে সভা পরিচালনা করেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করে আওয়ামী লীগ সভাপতি বলেন, এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেইসঙ্গে দেশকে জঙ্গিবাদ, সন্ত্রাসের হাত থেকে দেশকে মুক্ত রেখে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, অসাম্প্রদায়িক চেতনায় উন্নত, সমৃদ্ধ সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব। জাতির পিতার প্রত্যাবর্তন দিবসে এটাই আমাদের প্রতিজ্ঞা। এ জাতি বিশে^ মাথা উঁচু করে চলবে। স্বাধীনতাকে যারা ব্যর্থ করতে চেয়েছিল। আজকে তারাই ব্যর্থ- এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আজকে বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে সারাবিশ্বে যে মর্যাদা পেয়েছে। এই মর্যাদা ধরে রেখে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবো এবং জাতির পিতার স্বপ্নের উন্নত বাংলাদেশ গড়ে তুলব। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা এই জাতিকে ভালবেসেছেন। আমাদের একটাই চিন্তা যে জাতির জন্য মহান নেতা জীবন দিয়ে গেছেন। সেই জাতির কল্যাণ করা, তাদের জীবন সুন্দর করা এটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যটা নিয়েই আমি কাজ করে যাচ্ছি। ২১০০ সাল পর্যন্ত এই বাংলাদেশের উন্নয়ন কিভাবে হবে। সেই পরিকল্পনা আমরা করে দিয়েছি। ২০৪১ সালে বাংলাদেশ কি হবে, সেটাও করে দিয়েছি। ২০৭১ সালে স্বাধীনতার শতবর্ষ কিভাবে আগামী প্রজন্ম উদযাপন করবে। সেই কথা চিন্তা করেই আমরা পরিকল্পনা হাতে নিয়েছি। সেগুলো বাস্তবায়ন করতে হবে। দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। মার্চে করোনা ভাইরাস ফের ধাক্কা দিতে পারে সেজন্য সতর্ক থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, মার্চ মাসে করোনাভাইরাস আমাদেরকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ করেছিল। সেই সময় (সামনে মার্চে) আবার একটা ধাক্কা দিতে পারে। করোনা ভাইরাসের জন্য ভ্যাকসিন কেনার সমস্ত ব্যবস্থা আমরা করেছি। ইনশাল্লাহ এসে যাবে। তারপরও সবাইকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে। নিজেকে রক্ষা করতে হবে। অন্যদেরকেও রক্ষা করতে হবে। ভিটামিন সি খেতে হবে। ভিটামিন ডি-এর জন্য রোদে থাকতে হবে। স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে। এগুলো আমাদের মানতে হবে। এগুলো মেনেই আমরা করোনা ভাইারাসকে কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App