×

সারাদেশ

কুড়িগ্রামে দুই মাথা ও চার চোখ বিশিষ্ট বাছুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২১, ০৯:২৪ পিএম

কুড়িগ্রামে দুই মাথা ও চার চোখ বিশিষ্ট বাছুর
কুড়িগ্রামে জেলা শহরের অদূরে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের কালে গ্রামে একটি গাভী দুই মাথা ও চার চোখ বিশিষ্ট অদ্ভুত এক বাছুর প্রসব করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অদ্ভুত ঐ বাছুর প্রসব করার খবর এলাকায় ছড়িয়ে পড়লে দূরদুরান্ত থেকে শতশত উৎসুক মানুষ একনজর দেখার জন্য ঐ বাড়িতে ভীড় করছে। রোববার (১০ জানুয়ারি) সকালে ঐ গ্রামের মৃত আফজাল হোসেনের স্ত্রী শাহেদা বেগমের পালিত গাভী ঐ অদ্ভুত বাছুর প্রসব করে। শাহেদা বেগম জানান, চার বছর আগে বিদেশী ষাড়ের মাধ্যমে প্রজনন দিয়ে প্রসুতি গাভীটির জন্ম হয়। পরবর্তীতে গাভীটি বড় হলে প্রজননের মাধ্যমে গাভীটি গর্ভ ধারন করে। আট মাস তেইশ দিন পর গাভীটি দুই মাথা ও চার চোখ বিশিষ্ট একটি মেয়ে বাছুর প্রসব করে। বাছুরটি নড়াচড়া করছে এবং উঠে দাঁড়ানোর চেষ্টা করলেও দুই মাথার ভাঁরের কারণে উঠে দাঁড়াতে পারছে না। স্থানীয়রা জানায়, বাছুরটি সকাল থেকে এ পর্যন্ত আনুমানিজ দেড় কেজি দুধ খেয়েছে। বাছুরটির দুই মাথা ও চার চোখ বিশিষ্ট হওয়ায় অদ্ভুত প্রকৃতির এই বাছুরটিকে দেখার জন্য সকাল থেকে মানুষজন ভিড় করছে। জেলার অতিরিক্ত প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ মকবুল হোসেন বলেন , হরমোনাল ইনব্যালান্সের কারনে এরকম বাছুর প্রসব করার সম্ভাবনা থাকে। এছাড়াও প্রজননগত কারণেও এরকম অস্বাভাবিক বাছুর প্রসব হতে পারে। তবে এমন বাছুর প্রসবের ঘটনা বিরল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App