লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে শনিবার রাতে ০-০ গোলে রুখে দিয়েছে ওসাসুনা। তুষারপাতের কারনে বিপর্যস্ত হয়ে ওঠেছে স্পেন। আর এই সময়ের মধ্যেই ওসাসুনার বিপক্ষে খেলে রিয়াল। কিন্তু মাঠে তুষার পরার কারনে তারা খুব বেশি সুবিধা করতে পারেনি।
যদিও ম্যাচের দ্বিতীয়ার্ধে করিম বেনজেমা ২ বার বল জালে জড়াতে সমর্থ হন কিন্তু দুই বারই তা অফসাইডের কারনে বাতিল করে দেন ম্যাচ রেফারি।
ম্যাচটি ড্র করলেও রিয়াল মাদ্রিদ দ্বিতীয়স্থানে থাকতে সমর্থ হয়েছে। ১৮ ম্যাচ শেষে তারা এখন পর্যন্ত ৩৭ পয়েন্ট পেয়েছে। অপরদিকে ১৫ ম্যাচ খেলে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।