×

সারাদেশ

বাঁশখালীতে বিপুল পরিমান ইয়বা উদ্ধার, গ্রেপ্তার ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২১, ১১:৫২ এএম

বাঁশখালীতে বিপুল পরিমান ইয়বা উদ্ধার, গ্রেপ্তার ৪
বাঁশখালী উপজেলার রামদাস মুন্সির হাট এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ০১ কোটি ১৩ লক্ষ টাকা মূল্যের ২২,৫৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত ২ টি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে । শুক্রবার (৮ জানুয়ারি) রাত ১০টার দিকে র‌্যাব-৭ এর একটি দল এই অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তারকৃত আসামিদেরকে আজ শনিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। র‌্যাব-৭ ,চট্টগ্রাম সহকারীপুলিশসুপার মাহমুদ হাসান মামুন বলেন, গোপন সংবাদের ভিওিতে ২২৫৯০ পিস ইয়াবা ট্রাবলেরসহ ৪ জনকে আটক করেছে । র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মোটরসাইকেল যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হহতে চট্টগ্রামের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে শুক্রবার দশটার দিকে দিকে র‌্যাবের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন চট্টগ্রাম-রামদাস মুন্সির হাটস্থ ব্রিজ সংলগ্ন সাহেব মিয়ার চায়ের দোকানের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা দুইটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা মোটরসাইকেল দুইটি থামানোর সংকেত দিলে র‌্যাবের চেকপোস্টের সামনে না থামিয়ে দ্রত পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বেতুয়া গ্রামের মৃত আবু তৈয়ব এর ছেলে মো. নুরুল মান্নান (৫৬)ও ইদমনি ঘোনার মৃত মোজাফ্ফর আহাম্মদ এর ছেলে আব্দুল আজিজ, রুহুল কাদের এর ছেলে মোঃ মিজানুর রহমান পারভেজ (৩০) এবং মহেশখালী উপজেলার উত্তর নলবিলা গ্রামের মোঃ জামাল হোসেন এর ছেলে মোঃ সফিকুল ইসলাম (৩৬)কে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের নিজ হেফাজতে থাকা ট্রাভেল ব্যাগের ভিতর সু-কৌশলে লুকানো অবস্থায় ২২,৫৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল (ঢাকা মেট্রো-হ- ৩৫-৮৩২৪ এবং ঢাকা মেট্রো-হ- ৪৭-০৪৪৭) দুইটি জব্দ করা হয়। র‌্যাব জানায়, গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘদিন যাবত কক্সাবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ কোটি ১৩ লক্ষ টাকা। শুক্রবার রাতে গ্রেপ্তার আসামি এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে। মামালটি ওসি তদন্ত আবুল কালাম আজাদকে তদন্তের দায়িত্ব দিয়েছেন বলে বাঁশখালী অফিসার ইনচার্জ ওসি সফিউল কবির জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App