×

সারাদেশ

দ্রুত ফসল রক্ষা বাঁধ নির্মাণের দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২১, ১২:৪৭ পিএম

দ্রুত ফসল রক্ষা বাঁধ নির্মাণের দাবি
সুনামগঞ্জের হাওরে দ্রুত ফসল রক্ষাবাধ নির্মাণ ও সরকারি ওয়েব পোর্টালে প্রকল্প বাস্তবায়ন কমিটির তালিকা প্রকাশ, গণ শুনানির মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনের দাবিতে মানবন্ধন করেছে হাওর বাচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটি। শনিবার (৯ জানুয়ারি) সকালে শহরের আলফাত উদ্দিন স্কয়ারে আয়োজিত মানবন্ধনে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সালেহী চৌধুরী শুভর সঞ্চালানায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, জেলা কমিটির আহ্বায়ক সুখেন্দু সেন,গোপেন্দ্র সমাজপতি, সাংগঠনিক সম্পাদক নির্মল ভট্টাচার্য, আরতি তালুকদার কলি,রমেন্দ্র কুমার দে,মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীরসহ সংগঠনের নেতাকর্মী গণ বক্তব্য রাখেন। মানব বন্ধনে বক্তারা বলেন, ২০১৭ সালে হাওর দূর্নীতির কারণে হাওরের ফসল পানিতে তলিয়ে যায়। তখন জেলার ২ লাখ হেক্টর জমির ধান বিনষ্ট হয়। এবছরও ১৭ সালের নমুনা দেখা যাচ্ছে। সময় পেরিয়ে যাচ্ছে কিন্ত বাধ নির্মাণের কাজ এগিয়ে যাচ্ছে না। গণ শুনানি ছাড়াই প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা হচ্ছে। কমিটি গঠনের ক্ষেত্রে কাবিটা নীতিমালা মানা হচ্ছে না। আজ থেকে হাওরের প্রত্যেক বাধে কাজ শুরু করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলে হুশিয়ারি দেন নেতারা। ১৫ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাঁধের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত ২০ ভাগ বাধের কাজ শুরু হয়নি। এখন পর্যন্ত অনেক প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা হয়নি। এগুলো ভালো লক্ষন নয়। উল্লেখ্য,জেলার ১১ টি উপজেলায় সংগঠনের সদস্যরা এক যুগে এই কর্মসুচি পালন করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App