×

সারাদেশ

দশ বছরের মধ্যে বাংলাদেশের রেলওয়ে ভারতের থেকে উন্নত হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২১, ০৮:১৪ পিএম

দশ বছরের মধ্যে বাংলাদেশের রেলওয়ে ভারতের থেকে উন্নত হবে

রেলওয়ের মহাপরিচালক মো: শামছুজ্জামান

আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশের রেলওয়ে ব্যবস্থা ভারতের থেকে উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন রেলওয়ের মহাপরিচালক মো: শামছুজ্জামান।

শনিবার (৯ জানুয়ারি) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ বারোবাজার রেলস্টেশনে কৃষিপণ্য পরিবহণের জন্য লাগেজ ভ্যান সংযুক্ত বিষয়ক অংশীজন সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আশা ব্যক্ত করেন।

তিনি বলেন, আমাদের রেলের লাইন কারিগরি মান আন্তর্জাতিক মানের সমতুল্য। রেলে যেভাবে বিনিয়োগ চলছে সেই ধারা অব্যাহত থাকলে ২০৩০ সালের মধ্যে উন্নত রেলে পরিণত হবে।

এর আগে অংশীজন সভায় স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারসহ রেলওয়ের উর্দ্ধতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App